বরেলি, 20 জুন : বয়স চারদিন । জন্মের পর থেকেই শ্বাসকষ্টে ভুগছে । হাসপাতালে ভরতি করতে চেয়ে পাগলের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছিলেন তার পরিবারের লোকেরা । কিন্তু, তাতে কোনও ভ্রূক্ষেপ ছিল না চিকিৎসকদের । বরং এক বিভাগ অন্য বিভাগের উপর দায় ঠেলছিল । এভাবেই কেটে যায় তিন ঘণ্টা । পরে বাধ্য হয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু হয় শিশুটির ।
শনিবার (15 জুন) বরেলির একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় উর্বশীর । জন্মের পর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় । গতকাল সকালে উর্বশীকে মহারাণা প্রতাপ জয়েন্ট হাসপাতালের পুরুষ বিভাগে নিয়ে যাওয়া হয় । কিন্তু, শিশুটির শারীরিক পরীক্ষা করতে চায়নি চিকিৎসকরা । বরং ওই হাসপাতালের মহিলা বিভাগে তাকে রেফার করে দেয় । মহিলা বিভাগে যান শিশুর মা-বাবা । কিন্তু, সেখানে গিয়ে শুনতে হয়, "বেডের অভাব রয়েছে । পুরুষ বিভাগে যান । " এভাবেই কেটে যায় তিন ঘণ্টা । উর্বশীর ঠাকুমা বলেন, "আমাদের তিন ঘণ্টা ধরে দৌড় করানো হয়েছে । কারণ ওরা ভরতি করতে অস্বীকার করে । শেষ পর্যন্ত, আমরা বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই ।"