শিলিগুড়ি, 8 এপ্রিল: বদলে গেল শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের ইউনিফর্ম। কলকাতা পুলিশের ইউনিফর্মের আদলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের ইউনিফর্ম বদল হল। গতকাল থেকে সাদা শার্ট প্যান্টে ডিউটি করতে দেখা গেল ট্র্যাফিক পুলিশ কর্মীদের।
খাকি ছেড়ে সাদা উর্দি শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের - police uniform
বদল হল শিলিগুড়ি ট্রাফির পুলিশের ইউনিফর্ম। গতকাল থেকে খাকি ইউনিফর্মের বদলে সাদা শার্ট প্যান্টে ডিউটি করতে দেখা গেল তাদের।
পুলিশ সূত্রে খবর, সরকারি নির্দেশিকা মেনেই গতকাল থেকে ট্রাফিক বিভাগের ইউনিফর্ম বদল করা হয়। খাকি উর্দির বদলে ট্র্যাফিক পুলিশ কর্মীদের দেখা যায় সাদা জামা, সাদা প্যান্ট, কালো জুতো ও কালো বেল্টে। এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মীনা বলেন, "সরকারি নির্দেশ মেনেই ইউনিফর্মের রং বদল হয়েছে।"
২০০৭ সালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম বদল করা হয়েছিল। সেই সময় খাকি উর্দির বদলে নীল-সাদা পোশাক করা হয়েছিল। সাদা জামা, নীল প্যান্ট, কালো বেল্ট ও কালো জুতো ছিল। এরপর এক বছরের মধ্যেই ফের বদল হয়ে যায় ইউনিফর্ম। নীল-সাদার বদলে ফের চালু হয়েছিল খাকি উর্দি। এবার আবারও ইউনিফর্ম বদল হল।