পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

চা পাতা তুলে বিক্রি করবেন শ্রমিকরাই, গেট মিটিংয়ে সিদ্ধান্ত - jalpaiguri

নিজেরাই চা পাতা তুলে বিক্রি করবেন । আজ কিলকোট চা বাগানের শ্রমিকদের গেট মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় । তাঁদের দাবি বাগানের মালিকপক্ষের বদল হোক। যতদিন না নতুন মালিকপক্ষ আসছে ততদিন শ্রমিকরাই পাতা তুলে বিক্রি করবেন ।

কিলকোট চা বাগান

By

Published : May 8, 2019, 2:54 PM IST

Updated : May 8, 2019, 3:38 PM IST

জলপাইগুড়ি, 8 মে: তৃতীয় ত্রিপাক্ষিক বৈঠক ব্যর্থ । কাঁচা পাতা তুলে বিক্রি করে বাগান চালানোর সিদ্ধান্ত নিলেন বন্ধ কিলকোট চা বাগানের শ্রমিকরা । আজ সকালে বাগানের শ্রমিকরা গেট মিটিং করে এই সিদ্ধান্ত নেন।

গত সোমবার ডানকান্স গ্রুপ পরিচালিত কিলকোট চা বাগানের ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা ভেস্তে যায়। এরপরেই আজ গেট মিটিং করেন শ্রমিকরা । চা বাগানের তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন ও PTWU সংগঠনের শ্রমিকরা যৌথভাবে সভা করেন। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । নতুন মালিকের মাধ্যমেই বাগান পরিচালনা করা তাঁদের মূল দাবি । তবে তাঁদের এই দাবি মানতে নারাজ বর্তমান মালিকপক্ষ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

২৯ এপ্রিল বাগানের কাজ বন্ধ করে দেন শ্রমিকরা । ২৭ দিনের বকেয়া মজুরি প্রদানের দাবিতে বাগানে বিক্ষোভ দেখান শ্রমিকরা। বাগানের ম্যানেজারকে নিগ্রহ করার অভিযোগ ওঠে । ওইদিনই বাগান ছেড়ে চলে যান ম্যানেজার । এরপর ২৯ এপ্রিল থেকে বাগানে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা । বাগান খোলার জন্য ২৯ এপ্রিল ও ২ মে মাল সহকারি শ্রম কমিশনারের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয় । সেই বৈঠকে ৬ মে-এর মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও মালিকপক্ষ তা মিটিয়ে দেননি । সোমবার তৃতীয় দফার ত্রিপাক্ষিক বৈঠকও ব্যর্থ হয় । এরপরেই আজ শ্রমিকদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় ।

Last Updated : May 8, 2019, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details