বালুরঘাট, 25 জুন: বালুরঘাট জেলা সদর হাসপাতালে চালু হতে চলেছে রক্ত পৃথকীকরণ ইউনিট । এবার থেকে ডেঙ্গি রোগীদের নিজের জেলা ছেড়ে অন্যত্র প্লেটলেট নিতে যেতে হবে না । হাসপাতালেই মিলবে প্লেটলেট ।
প্লেটলেটের জন্য আর দক্ষিণ দিনাজপুরবাসীকে ছুটতে হবে না মালদা, কলকাতা বা শিলিগুড়ি । বালুরঘাট জেলা সদর হাসপাতালেই পাওয়া যাবে প্লেটলেট । হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বসেছে রক্তের উপাদান পৃথকীকরণের অত্যাধুনিক যন্ত্র । ব্লাড ব্যাঙ্কে রক্তের উপাদান পৃথকীকরণ যন্ত্র বসানোর অনেক আগেই হয়েছে । সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চালু হবে বালুরঘাট জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত পৃথকীকরণ ইউনিট ।
এতদিন পর্যন্ত বালুরঘাট জেলা সদর হাসপাতালে শুধু ব্লাড ব্যাঙ্ক ছিল । তবু সেখানে রক্তের উপাদান পৃথকীকরণের কোনও ব্যবস্থাই ছিল না। ফলে সেখান থেকে প্লেটলেট পেত না রোগীরা । ডেঙ্গিতে আক্রান্ত রোগীদের প্লেটলেট কমে গেলে তাদের চিকিৎসার জন্য পাঠানো হত মালদা, কলকাতা বা শিলিগুড়ি । কেন না জেলার হাসপাতালগুলিতে রক্তের উপাদান পৃথকীকরণের কোনও ব্যবস্থা ছিল না। আবার থ্যালাসেমিয়া রোগীদের লোহিত রক্ত কণিকার প্রয়োজন হয় । অগ্নিদগ্ধ রোগীদের জন্য রক্তরস বা প্লাজ়মার মতো উপাদান প্রয়োজন হয় বেশি। অথচ এতদিন সব উপাদান থাকা রক্ত দেওয়া সম্ভব হত না রোগীদের । এবার থেকে এই সমস্যা মিটতে চলেছে।