গঙ্গারামপুরের BDO সহ দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত 15 জন - কোরোনা
গঙ্গারামপুরের BDO সহ দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত 15। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 292 জন।
গঙ্গারামপুর, 10 জুলাই: দক্ষিণ দিনাজপুরে ফের নতুন করে কোরোনা আক্রান্ত 15 জন। নতুন আক্রান্তদের মধ্যে এবার রয়েছেন গঙ্গারামপুরের BDO । এর ফলে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 292 জন। আশঙ্কা করা হচ্ছে, আরও 6জন নতুন আক্রান্তের নাম যোগ হতে পারে যারা জেলার বাইরে গিয়ে আক্রান্ত হয়েছেন। ওই 15 জন নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হোমে নিয়ে আসা হয়েছে ।
জানা গেছে, গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে 15 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। এর মধ্যে গঙ্গারামপুরের 6জন, কুমারগঞ্জে 7 ও বালুরঘাট ব্লকে 2 জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও কোরোনায় আক্রান্ত হয়েছেন গঙ্গারামপুরের BDO । এর আগে গঙ্গারামপুর ব্লক অফিসের ছয়জন কর্মী ও জনপ্রতিনিধি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও তারা প্রত্যেকেই সুস্থ হয়ে গিয়েছেন। এখন পর্যন্ত 223 জন কোরোয় আক্রান্ত পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
যদিও এ বিষয়ে কোনও রকম মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকরা।