দিল্লি, ১ এপ্রিল : চলতি বছরের মার্চে GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ এক ট্রিলিয়ন টাকা ছাড়াল। যা পণ্য ও পরিষেবা কর (GST) চালু হওয়ার পর থেকে সর্বাধিক। অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, "চলতি বছরের মার্চে GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ ১ লাখ ৬৫৭৭ কোটি টাকা। এর মধ্যে সেন্ট্রাল ও স্টেট GST-র পরিমাণ যথাক্রমে ২০ হাজার ৩৫৩ কোটি ও ২৭ হাজার ৫২০ কোটি টাকা। অপরদিকে, ইন্টিগ্রেটেড GST থেকে ৫০ হাজার ৪১৮ কোটি টাকা সরকারের ঘরে এসেছে। আর সেস থেকে ৮ হাজার ২৮৬ কোটি টাকা আদায় হয়েছে।"