পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

ফাইল ফোটো

By

Published : May 30, 2019, 6:41 PM IST

Updated : May 30, 2019, 9:26 PM IST

2019-05-30 21:05:25

দিল্লি, 30 মে : দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি । সঙ্গে শপথ নেন আরও 57 জন । শপথ নেন অমিত শাহ, রাজনাথ সিং, স্মৃতি ইরানিসহ অন্যরা ।

দেবশ্রী চৌধুরি

UPDATES : 

শপথ নিলেন দেবশ্রী চৌধুরি 

2019-05-30 21:00:48

রামেশ্বর তেলী

শপথ নিচ্ছেন রামেশ্বর তেলী। শপথ নিয়েছেন ভি মুরলীধরন, রেনুকা সিং ও সোমপ্রকাশ 

2019-05-30 21:00:06

প্রতাপচন্দ্র ষড়ঙ্গী

শপথ নিচ্ছেন প্রতাপচন্দ্র ষড়ঙ্গি। শপথ নিলেন কৈলাস চৌধুরি ।

2019-05-30 20:51:15

অনুরাগ সিং ঠাকুর

 শপথ নিলেন অনুরাগ সিং ঠাকুর । শপথ নিয়েছেন সঞ্জীবকুমার বালিয়ান, ধোতরে সঞ্জয় শ্যামরাও, নিত্যানন্দ রায় ও রতনলাল কাটারিয়া  

2019-05-30 20:42:27

সাধ্বী নিরঞ্জন জ্যোতি

 শপথ নিলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি । 

2019-05-30 20:36:25

বাবুল সুপ্রিয়

শপথ নিলেন বাবুল সুপ্রিয় । শপথ নিয়েছেন রামদাস আঠওয়ালে,সঞ্জীবকুমার বালিয়ান ও ধোতরে সঞ্জয় শ্যামরাও ।

2019-05-30 20:29:13

রাওসাহেব দানবে
রাওসাহেব দানবে

শপথ নিচ্ছেন রাওসাহেব দানবে । শপথ নিলেন অশ্বিনী কুমার চৌবে, অর্জুন রাম মেঘওয়াল, বিজয়কুমার সিং।

2019-05-30 20:16:00

ফগ্গন সিং কুলস্তে

শপথ নিচ্ছেন ফগ্গন সিং কুলস্তে । শপথ নিলেন কিরেন রিজিজু ,প্রহ্লাদ সিং প্যাটেল,রাজকুমার সিং,হরদীপ সিং পুরি ও মনসুখ মনডাভিয়া ।

2019-05-30 20:00:23

মহেন্দ্রনাগ পান্ডে

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মহেন্দ্রনাথ পান্ডে । শপথ নিলেন সন্তোষকুমার গাঙ্গোয়ার, ইন্দ্রজিৎ সিং ও শ্রীপদ নায়েক ।

2019-05-30 20:00:22

অরবিন্দ গনপত সাওয়ান্ত

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন অরবিন্দ গণপত সাওয়ান্ত । শপথ নিলেন গিরিরাজ সিং ও গজেন্দ্র সিং শেখাওয়াত । 

2019-05-30 19:43:51

স্মৃতি ইরানি

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন স্মৃতি ইরানি । 

2019-05-30 19:43:47

অর্জুন মুন্ডা

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন অর্জুন মুন্ডা । শপথ নিলেন হর্ষবর্ধন, প্রকাশকেশব জাওড়েকর ও পীযূষ গোয়েল । 

2019-05-30 19:34:04

সুব্রহ্মনিয়ম জয়শংকর

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সুব্রহ্মনিয়ম জয়শংকর । শপথ নিলেন সদানন্দ গৌড়া, রমেশ পোখরিয়াল, 
তেওয়ার চাঁদ গেহলট, হরসিমরত কউর বাদল ও রবিশংকর প্রসাদ । 

2019-05-30 19:28:35

নরেন্দ্র সিং তোমার

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন  নরেন্দ্র সিং তোমার ।

2019-05-30 19:28:33

রামবিলাস পাসোয়ান

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন  রামবিলাস পাসোয়ান 

2019-05-30 19:24:32

নির্মলা সীতারমন

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নির্মলা সীতারমন ।

2019-05-30 19:24:27

নীতিন গড়করি

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নীতিন গড়করি ।

2019-05-30 19:19:15

রাজনাথ সিং


কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন রাজনাথ সিং ।

2019-05-30 19:18:50

অমিত শাহ


কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন অমিত শাহ ।

2019-05-30 19:00:01

উপস্থিত রয়েছেন কেজরিওয়াল

উপস্থিত রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ । 

2019-05-30 18:59:38

উপস্থিত রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কৌর বাদল

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কৌর বাদল, প্রাক্তন বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর । 

2019-05-30 18:46:58

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি

ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিভবনে পৌঁছেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি । 

2019-05-30 18:23:31

Last Updated : May 30, 2019, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details