কলকাতা, 17 সেপ্টেম্বর : কর্মসাথী প্রকল্পের জন্য গেজ়েট নোটিফিকেশন করল নবান্ন । MSME দপ্তরের তরফ থেকে বিশেষ এই বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হল, “18 থেকে 50 বছর বয়স্ক যে কেউ নিজের কম্পানি স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে সর্বাধিক দুই লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন । অষ্টম শ্রেণি উত্তীর্ণ যে কেউ সরকারের কাছ থেকে ঋণের জন্য আবেদন করতে পারবেন।”
বর্তমান কোরোনা পরিস্থিতিতে মহা সংকটে মধ্যে রয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা । এটা উপলব্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে আগেই " কর্মসাথী " নামে একটি প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । পুজোর আগেই এই প্রকল্পের জন্য জারি হল সরকারি বিজ্ঞপ্তি । রাজ্যের মাঝারি ও ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করে ।