পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পুজো নিয়ে পুলিশ - প্রশাসনকে নির্দেশ - Nabanna gave instruction to Police and administration

আগে পুজোর ভিড় নিয়ন্ত্রণ করা ছিল পুলিশ প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবারে ভিড় নিয়ন্ত্রণ নয়, সামাজিক দূরত্ব বজায় রাখা বড় চাপ পুলিশের কাছে। দুর্গাপুজোয় আইন-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি সামাজিক দূরত্ব বিধিকে বজায় রাখার জন্য বড় ভূমিকা নিতে হবে পুলিশকে।

নবান্ন
নবান্ন

By

Published : Sep 16, 2020, 9:04 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : দুর্গাপুজোর আইন-শৃঙ্খলা সুদৃঢ় করতে পুলিশ সুপার ও কমিশনারদের নির্দেশ দিল নবান্ন। বিশেষ এই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হল, রাজ্যের প্রতিটি থানার OC বা ICরা নিজের নিজের এলাকার পুজো কমিটিগুলোর সঙ্গে আলোচনা করবেন এবং যোগাযোগ রেখে চলবেন। পুজো সম্পর্কে সমস্ত তথ্য বা ডাটা থাকবে তাঁদের কাছে।

আগে পুজোর ভিড় নিয়ন্ত্রণ করা ছিল পুলিশ প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবারে ভিড় নিয়ন্ত্রণ নয়, সামাজিক দূরত্ব বজায় রাখা বড় চাপ পুলিশের কাছে। দুর্গাপুজোয় আইন-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি সামাজিক দূরত্ব বিধিকে বজায় রাখার জন্য বড় ভূমিকা নিতে হবে পুলিশকে। ক্লাব বা পুজো কমিটিগুলো কিভাবে তাদের পরিকল্পনা সাজাচ্ছে তা স্থানীয় পুলিশ কর্তাদের বিস্তারিত জানাবেন।

কীভাবে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা হবে, স্যানিটাইজারের ব্যবস্থা যথোপযুক্ত থাকছে কি না, গোটা বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। সামাজিক দূরত্ববিধিকে মান্যতা দিয়ে মণ্ডপে প্রবেশের ব্যবস্থা কী থাকবে, অঞ্জলি দেওয়ার সময় সংক্রমণ পরিস্থিতি মাথায় রাখা হবে কি না তা নজরে রাখবে পুলিশ। ক্লাব ও পুজো কমিটিগুলোর কাছ থেকে OC বা IC রা যাবতীয় তথ্য সংগ্রহ করে তা পৌঁছে দেবে পুলিশ সুপার ও কমিশনারকে।

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর দুর্গা পুজো নিয়ে পুলিশ - প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়ে রাখল নবান্ন।


ABOUT THE AUTHOR

...view details