পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অবসরের সঙ্গে সঙ্গেই পেনশন পাবেন পৌরকর্মীরা - kolkata

অবসর নেওয়ার ৬ মাস আগে সমস্ত কাগজপত্র পেনশন কাউন্সিলের কাছে জমা দিতে হবে ।

অবসরের সঙ্গে সঙ্গেই পেনশন পৌরকর্মীদের

By

Published : May 8, 2019, 11:42 AM IST

কলকাতা, 8 মে : অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই পৌরকর্মীরা পেনশনের আওতায় আসবেন । পুর কমিশনার খলিল আহমেদ একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন । বিজ্ঞপ্তিতে বলা হয়, "অবসর গ্রহণ করার 6 মাস আগেই সংশ্লিষ্ট কর্মীর চাকরি ও অবসরকালীন কাগজপত্র পৌরনিগমে জমা দিতে হবে ।"

এতদিন পৌরকর্মীর অবসর নেওয়ার একবছর পর থেকে পেনশন চালু হত । এই সমস্যার সমাধান করতেই নতুন বিজ্ঞপ্তি জারি হল । এই বিজ্ঞপ্তি অনুযায়ী, পৌরকর্মীরা অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই পেনশন পাবেন ।

পৌরনিগম সূত্রে জানা গেছে, নতুন নিয়মে অবসর নেওয়ার 6 মাস আগেই সংশ্লিষ্ট কর্মীর কাগজপত্র পেনশন কাউন্সিলের কাছে চলে যাবে । অবসর নেওয়ার দিন থেকেই সংশ্লিষ্ট কর্মী পেনশনের আওতায় চলে আসবেন । এই কাজের জন্য কোনও কর্মীকে আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না । পৌরকর্মীদের সমস্যার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details