পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গান্ধিনগরের কোরোনা পরিস্থিতি নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক অমিত শাহর - গান্ধিনগরের কোরোনা পরিস্থিতি

বর্তমান কোরোনা পরিস্থিতির পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে সেই সম্পর্কে আজকের ভার্চুয়াল রিভিউ মিটিংয়ে জেলাশাসকের কাছে জানতে চান গান্ধিনগর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

Corona review meeting of amit saha
Corona review meeting of amit saha

By

Published : Jul 13, 2020, 7:09 PM IST

আমেদাবাদ, 13 জুলাই : নিজের লোকসভা কেন্দ্রের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ গুজরাতের গান্ধিনগরের জেলাশাসক কুলদীপ আর্যর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আধিকারিক এবং গান্ধিনগর মিউনিসিপ্যালিটির কমিশনার ।

বৈঠক শেষে জেলাশাসক জানান, বর্তমান কোরোনা পরিস্থিতির পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়েছে জানতে চেয়েছিলেন "সাংসদ" অমিত শাহ । বলেন, " প্যানডেমিক মোকাবিলায় ইনজেকশন, টেস্টিং কিট এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে উনি যোগাযোগ করতে বলেছেন । উনি আরও বলেছেন নজরদারি চালানোর সময় কাউকে সন্দেহ হলে দ্রুত তার নমুনা পরীক্ষা করাতে ।"

এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 934 । যার মধ্যে গান্ধিনগর লোকসভা কেন্দ্রেই আক্রান্ত 590 জন ।

কোরোনা পরিস্থিতি ছাড়াও আজ "সাংসদ আদর্শ গ্রাম যোজনা" নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান জেলাশাসক ।

ABOUT THE AUTHOR

...view details