পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মেঘলা আকাশেও নজরদারি, "গুপ্তচর" স্যাটেলাইট উৎক্ষেপণ ISRO-র - The Indian Space Research Organisation (ISRO) scripted history on Wednesday by successfully launching earth observation satellite RISAT-2B that would enhance the country's surveillance capabilities among others.

বালাকোট এয়ারস্ট্রাইকে ধ্বংসের প্রকৃত তথ্য পাওয়া যায়নি । তাই RISAT-2B স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত । এর ফলে আকাশ মেঘলা থাকলেও নজরদারি চালানো ও পরিষ্কার তথ্য পাওয়া সম্ভব ।

স্যাটেলাইট উৎক্ষেপণ

By

Published : May 22, 2019, 9:38 AM IST

দিল্লি, 22 মে : মেঘলা ও প্রতিকূল পরিস্থিতিতে মহাকাশ থেকে নজরদারি চালানোর উদ্দেশ্যে আজ ভোরে সফলভাবে RISAT-2B স্যাটেলাইট উৎক্ষেপণ করল ISRO । শেষ খবর পাওয়া পর্যন্ত, নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটি সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে ।

আজ ভোর সাড়ে 5টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে PSLV-C46 মহাকাশযানে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় । দিন, রাত ও প্রতিকূল আবহাওয়াতে পরিষ্কারভাবে নজরদারি চালাতে সক্ষম 615 কিলোগ্রাম ওজনের এই "গুপ্তচর" স্যাটেলাইট । বিশেষ-র‍্যাডার সম্পন্ন এই স্যাটেলাইট লো-আর্থ অরবিটের 557 কিলোমিটারে কাজ করবে । এই প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট পাঠানো হল মহাকাশে ।

ঠিক কী কাজ করবে এই স্যাটেলাইট ? শত্রুপক্ষের যে কোনও কার্যকলাপের উপর নজরদারি চালাতে RISAT-2B অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । বিশেষ X-band র‍্যাডারের কারণে ছবির গুণমান ভালো হবে । পাশাপাশি কৃষিকাজ, সম্ভাব্য বিপর্যয়ের জায়গা চিহ্নিত করে দুর্যোগ মোকাবিলা ও বন-উদ্যান পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।

ISRO কর্তারা জানিয়েছেন, স্যাটেলাইটের মাধ্যমে পূর্ব ও পশ্চিম সীমান্ত বরাবর ভারতীয় সেনাবাহিনী নজরদারি চালাতে পারবে । এর আগে ISRO-র হাতে CartoSAT স্যাটেলাইট থাকলেও তা মেঘলা আকাশে কাজ করতে পারত না । আর ছবির গুণমানও খুব একটা ভালো ছিল না । বিশেষজ্ঞদের বক্তব্য, CartoSAT-র গুণমান তুলনায় কম হওয়ায় চলতি বছরের 26 ফেব্রুয়ারি বালাকোট এয়ারস্ট্রাইকের পর ধ্বংসের প্রকৃত তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details