পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অশান্তি চরমে, মহামেডানের কোচের পদ ছাড়লেন ইয়ান ল

রবিবার সন্ধ্যায় কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন মহামেডান কোচ ইয়ান ল । টুইট করে নিজের পদত্যাগের কথা জানান তিনি ।

mohammedan FC coach Yan Law

By

Published : Oct 11, 2020, 7:54 PM IST

কলকাতা, 11 অক্টোবর : মহামেডান রয়েছে মহামেডানেই । কোচ ও কর্তাদের চিরকালীন কাজিয়া, পারস্পরিক দোষারোপ, সন্দেহ শতাব্দী প্রাচীন ক্লাব মহামেডানকে ক্রমেই ব্যর্থতার অন্ধকারে নিয়ে গিয়েছে । ক্লাব প্রশাসনে তরুণদের হাতে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে মনে হয়েছিল সাদাকালো শিবিরে মুক্ত বাতাস হয়তো আসবে । কিন্তু মরশুম শুরু হতেই দেখা গেল মহামেডান রয়েছে মহামেডানে ।

আই লিগের দ্বিতীয় ডিভিশন সবে শুরু হয়েছে । মহামেডান দু'টো ম্যাচ জিতেছে । আই লিগের মূল পর্বে যাওয়ার আশা বাড়ছে । এই অবস্থায় রবিবার সন্ধ্যায় কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন দলের কোচ ইয়ান ল । তাঁর এই সরে দাঁড়ানোর পিছনে অবশ্যই "সন্দেহ" প্রধান কারণ । ফলে আরা FC-র বিরুদ্ধে দলের কোচের দায়িত্ব সামলানোর দায়িত্ব ছিল শাহিদ রামনের কাঁধে । খেলার পর নিজের টুইটার অ্যাকাউন্টে পদত্যাগের কথা জানান ইয়ান ল ।

গত মরশুমে পঞ্জাব FC-র দায়িত্ব সামলেছেন । এই মরশুমে কলকাতা ময়দানে প্রথমবার কোচিং করতে এসেছিলেন । দায়িত্ব নিয়েছিল মহামেডান স্পোর্টিংয়ের। গত একমাস দলকে তৈরি করাই নয়, কিংসলে, হিমাংশু জাংরা, মুনমুন লুগুন, স্যামুয়েল শাদাব, মৈনুদ্দিনদের নিয়ে এসেছিলেন তাঁর পুরানো দল থেকে ।

শুক্রবার পঞ্জাব FC-র কর্ণধার রঞ্জিত বাজাজ কলকাতায় এসেছেন । তিনি মহামেডানের মতো যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন পাঁচতারা হোটেলে উঠেছেন । আর এখান থেকে অশান্তির সুত্রপাত । গাড়োয়াল FC-র বিরুদ্ধে জয় এলেও ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলেন না সাদা-কালো কর্তারা । রঞ্জিত বাজাজ ম্যাচ গটআপের চেষ্টা করতে পারেন আশঙ্কায় প্রথম একাদশে একাধিক বদল করা হয় ।

প্রসঙ্গত গত মরশুমে মিনার্ভা পঞ্জাব বনাম চেন্নাইয়িন FC ম্যাচ গড়াপেটা হয়েছে বলে শোরগোল পড়েছিল । এর আগেও পঞ্জাব FC-র মালিক গড়পেটার অভিযোগ তুলে সরব হয়েছিলেন । তাই রঞ্জিত বাজাজের কলকাতায় আসা এবং একই হোটেলে ঘর নেওয়ার পর মহামেডান কর্তারা সতর্ক হয়েছিলেন । সচিব ওয়াসিম আক্রম এবং ফুটবল সচিব শনিবার গভীর রাত পর্যন্ত কোচ ও ফুটবলারদের সঙ্গে দফায় দফায় কথা বলেন । কোচের দায়িত্ব দেওয়া হয় সহকারী কোচ শাহিদ রামনকে । ফলে ইয়ান ল- এর বিদায়ের পথ তৈরি ছিল । রবিবার তরুণ কোচের টুইট এবং ক্লাবের তরফে তাঁকে বরখাস্ত করার খবর প্রত্যাশিত ছিল ।

ABOUT THE AUTHOR

...view details