নরেন্দ্রপুর, 21 জুন : বোড়ালে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে গুলি চালাল দুষ্কৃতীরা । এই ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীর পরিবার । উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী । খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । প্রেম ঘটিত কারণে ওই ব্যবসায়ীকে গুলি করে মারার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ দায়ের হয়েছে থানায় ।
বোড়ালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, প্রেমে বাধা দেওয়ায় হামলা ? - Weapon
বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । প্রেম ঘটিত কারণে ওই ব্যবসায়ীর উপর গুলি চালানো বলে অভিযোগ ।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বোড়ালের রাজনারায়ণ পার্কে ব্যবসায়ী রবি দাসের উপর গুলি চালানো হয় । রবির অভিযোগ, রাতে তিনি বাড়ির বাইরে তাঁর দাদা ছোটন দাসের সঙ্গে কথা বলছিলেন । সেই সময় বাপ্পা মিস্ত্রি নামে এক যুবক তার দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে চেপে সেখানে আসে । তারপর রবিকে লক্ষ্য করে দু-রাউন্ড গুলি চালায়।
গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান রবি । দুষ্কৃতীরা পালানোর সময় শূন্যে আরও দু-রাউন্ড গুলি চালায় । রবির পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বাপ্পার । কিন্তু সেই সম্পর্কে আপত্তি ছিল রবির । তার জেরেই এই হামলা বলে মনে করছে রবি ও তার পরিবার ।