পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ENT রোগীর চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা - ENT guideline during COVID-19 pandemic

কোরোনার সংক্রমণ ঠেকাতে নাক-কান-গলা বার বার ঢেকে রাখতে বলা হচ্ছে। ENT রোগীর চিকিৎসায় সবথেকে বেশি কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে । স্বাস্থ্যমন্ত্রক এই সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করেছে ।

Guideline for ent treatment by Health ministry
স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকা

By

Published : Jun 4, 2020, 5:10 PM IST

ENTরোগীরচিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা

দিল্লি, 4জুন:ENTঅপারেশনেরক্ষেত্রেCOVID-19সংক্রমণের আশঙ্কা অনেক বেশি । এক্ষেত্রে নির্দিষ্ট অপারেশনথিয়েটারে কোরোনা সংক্রমিত ব্যক্তিরENTঅপারেশন করতে হবে । স্বাস্থ্য মন্ত্রকেরপক্ষ থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফেনির্দেশিকায় বলা হয়েছে,অপারেশনেরআগে কোনও রোগীরCOVID-19ধরা পড়লে তার অপারেশন পিছিয়ে দেওয়া হবে । চিকিৎসক বিচার করেদেখবেন যে, 14দিনঅপারেশন পিছিয়ে গেলে রোগীর ক্ষেত্রে কোনও আশঙ্কা থাকছে কিনা । অপারেশনের সময়পিছিয়ে দেওয়ার পাশাপাশি কিছুদিন পরে তা করা হবে কিনা তা চিকিৎসকরা ঠিক করবেন ।স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে,নাক কান ও গলার মাধ্যমে কোরোনা ভাইরাসদ্রুত ছড়িয়ে পড়ে । তাইENT-রচিকিৎসক,নার্সিংস্টাফ,রোগী ওঅন্যান্য স্বাস্থ্যকর্মীদের কোরোনার সংক্রমণের হাত থেকে বাঁচাতে এই নিয়ম মেনেচলতে হবে ।

দেশে কোরোনার সংক্রমণ বাড়তেথাকায় প্রথম থেকে টেলি মেডিসিনের সুবিধা নেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধজানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক ‌। নির্দেশিকায় সেই প্রসঙ্গ পুনরায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে,আউটডোরেচিকিৎসকদের পরামর্শ নিতে আসা সমস্তENTরোগীর থার্মাল স্ক্রিনিং হবে । এছাড়াযে সমস্তENTরোগীরকোরোনার উপসর্গ রয়েছে,তাদেরCOVID-19ক্লিনিকে স্ক্রিনিং করতে হবে ।এক্ষেত্রে কোনও হাসপাতাল বা নার্সিংহোমের আউটডোরেENTবিভাগে স্ক্রিনিং হবে না । আউটডোরেরENTবিভাগ খোলামেলা হতে হবে । চিকিৎসকদেরলেভেল-1 PPEযেমনN-95মাস্ক,ফেসমাস্ক,গ্লাভসপরতে হবে ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে যেনির্দেশিকা জারি করা হয়েছে,তার প্রধান উদ্দেশ্য হল, ENTবিভাগকে কোরোনা মুক্ত করা । পাশাপাশিকোরোনার উপসর্গ রয়েছে এমন রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা করতে হবে। সোয়াব টেস্টনেগেটিভ হলে তাদের জেনারেল ওয়ার্ডে সরানো হবে । রোগী যখন হাসপাতাল বা নার্সিংহোমেভর্তি থাকবেন,তখনতাঁঁর সঙ্গে কেউ দেখা করতে পারবেন না । রোগীর বিছানা থেকে কমপক্ষে দু'মিটার দূরত্ব বজায় রাখতে হবে ।ENTরোগীদের ওয়ার্ড নির্দিষ্ট করে দিতেহবে । পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং ওয়ার্ড জীবাণুমুক্ত করতে হবে । সোডিয়ামহাইপোক্লোরাইড এর মতো রাসায়নিকের ব্যবহারের মাধ্যমে তা করা যেতে পারে বলেনির্দেশিকা জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details