পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সকলকে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ মন্ত্রীর - CM Mamata banerjee

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে গ্রামের সকলকে 100 দিনের কাজের সুযোগ করে দেওয়ার অনুরোধ করলেন স্বপন দেবনাথ। এছাড়া যাদের জব কার্ড নেই, তাদের অবিলম্বে জব কার্ড করে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

Minister meeting
Minister meeting

By

Published : Jun 4, 2020, 8:54 PM IST

বর্ধমান, 4 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে 100 দিনের কাজে গ্রামের সবাইকে কাজের সুযোগ দেওয়ার আবেদন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আজ সংস্কৃতি লোক মঞ্চে একটি বৈঠকে তিনি বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সকলকে কাজ দিতে হবে। "

লকডাউনে এই প্রথম জেলা পর্যায়ে পড়ো সভা অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন 215 টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য এবং বিধায়কেরা। উপস্থিত ছিলেন সভাধিপতি শম্পা ধারা সহ-সভাপতি দেবু টুডু ও জেলা শাসক বিজয় ভারতী প্রমুখ

বৈঠকে স্বপন দেবনাথ স্পষ্ট জানিয়ে দেন, নির্দেশ পালন করতে হবে। তিনি বলেন, " গ্রামে কারোর জব কার্ড না থাকলে জব কার্ড করে দিন । পরিযায়ী শ্রমিকদের জব কার্ড না থাকলে পঞ্চায়েতকে তা করে দিতে হবে। যে কাজ করতে চাইবে, তাকেই কাজ দিতে হবে। "

তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, " মুখ্যমন্ত্রী রাজ্যের এত মানুষকে বিনা পয়সায় চাল দিলেন। দু' টাকা এবং 13 টাকার মধ্যে কোন ফারাক রাখলেন না। ফুড কুপন পুলিশ ও প্রশাসনের সাহায্যে । "

স্বপন দেবনাথ জানান, "সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভিডিও কনফারেন্স করে একই কথা বলেছেন । এখন থেকে আমাদের আর কোনও দান করার দরকার নেই। দানের যা কিছু আছে, সব BDOকে দিয়ে দেবেন। প্রশাসনের মাধ্যমেই বন্টন করা হবে। মুখ্যমন্ত্রী গতকাল এই নির্দেশই দিয়েছেন। "

ABOUT THE AUTHOR

...view details