পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কয়লাখনি বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থানে মন্ত্রী স্বপন দেবনাথ - Privatization of government organizations

কোল ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রতিবাদে বর্ধমানে তৃণমূলের অবস্থান । ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ।

Coal mine privatization, tmc agitation
Coal mine privatization, tmc agitation

By

Published : Jul 9, 2020, 9:08 PM IST

বর্ধমান, 9 জুলাই : রেল, কয়লাখনিসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় কর্মসূচি পালন করছেন তৃণমূলের নেতা-কর্মীরা । আজ বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ।

শামিল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ-সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও অন্য নেতা -কর্মীরা । একের পর এক সরকারি সংস্থাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার । সরকারের এই বেসরকারিকরণ নীতির বিরোধিতা করে জেলার তৃণমূল নেতৃত্বকে একযোগে কাজ করার বার্তা দেন মন্ত্রী । আগামী দিনের যে কর্মসূচিগুলো রয়েছে দলনেত্রীর নির্দেশে সেগুলি সকলকে একযোগে পালন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ।

গতমাসে দেশের 41 টি কয়লা খনির বাণিজ্যিক নিলামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই মাসের শুরুতে 109 টি রুটে 151 টি প্যাসেঞ্জার ট্রেনের জন্য রিকোয়েস্ট ফর কোয়ালিকেশনের প্রক্রিয়া শুরু করে রেলমন্ত্রক । আর তারপর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে দেশজুড়ে সরব হয় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ।

ABOUT THE AUTHOR

...view details