পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মিমি জিতবে, বলছেন আরাবুল - vote result

যাদবপুরের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়েছে । সেখানে গণনা শুরুর আগে আরাবুল পৌঁছান । গণনা কেন্দ্রে তিনি ARO হিসেবে থাকবেন । গণনাকেন্দ্রে ঢোকার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ।

আরাবুল ইসলাম

By

Published : May 23, 2019, 9:08 AM IST

Updated : May 23, 2019, 9:25 AM IST

যাদবপুর, 23 মে : "মিমি জিতবে । শুধু ভাঙড় নয়, পুরো যাদবপুর থেকেই মিমি লিড করবে ।" ভোটগণনা কেন্দ্রে গিয়ে বললেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ।

যাদবপুরের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ইতিমধ্যেই গণনা শুরু হয়েছে । গণনা শুরুর আগেই সেখানে পৌঁছান আরাবুল ইসলাম ।

ভিডিয়োয় শুনুন আরাবুলের বক্তব্য

মিমির জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছেন তিনি । বলেন, "রেজ়াল্ট ভালো হবে এবিষয়ে কোনও সন্দেহ নেই । মিমি জিতবে । আমরা গণনাকেন্দ্রে ঢুকছি । বেরিয়ে কথা হবে । ভাঙড়ের মানুষ আশীর্বাদ করছে । ভাঙড় থেকেও মিমি লিড করবে । পুরো যাদবপুরের রেজ়াল্ট ভালো হবে ।"

Last Updated : May 23, 2019, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details