দিল্লি, 10 মে : অযোধ্যা মামলায় সমাধান সূত্র বের করার জন্য মধ্যস্থতাকারী প্যানেলকে 15 অগাস্ট পর্যন্ত সময়সীমা দিল সুপ্রিম কোর্ট । প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, মধ্যস্থতাকারী প্যানেল আরও সময় চেয়েছিল । তা মঞ্জুর করা হয়েছে ।
অযোধ্যা মামলায় মধ্যস্থতাকারীদের 15 অগাস্ট পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের
অযোধ্যা মামলায় সমাধান সূত্র বের করতে মধ্যস্থতাকারীদের 15 অগাস্ট পর্যন্ত সময়সীমা দিল সুপ্রিম কোর্ট ।
মামলার পূর্ববর্তী শুনানিতে মধ্যস্থতার জন্য সুপ্রিম কোর্ট একটি প্যানেল গড়ে দিয়েছিল । সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম কালিফুল্লার নেতৃত্বে তিন সদস্যের এই প্যানেল গঠিত হয় । পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য একটি সম্ভাব্য পথ বের করার জন্য কমিটিকে আলোচনার নির্দেশ দেয় শীর্ষ আদালত । পাশাপাশি, অযোধ্যার বিতর্কিত জমির সব পক্ষের সঙ্গে কথা বলার জন্য প্যানেলকে আট সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট । প্যানেলের সব কার্যধারা ভিডিয়ো করে রাখার নির্দেশও দেওয়া হয় ।
মঙ্গলবার(7 মে) পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য মধ্যস্থতাকারী প্যানেলের তরফে অতিরিক্ত সময় চাওয়া হয় । আজ সেই আর্জি মঞ্জুর করে শীর্ষ আদালত । পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, যদি ফলাফল নিয়ে মধ্যস্থতাকারীরা আশাবাদী হন ও 15 অগাস্ট পর্যন্ত সময় চান, তাহলে ক্ষতি কী ? বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে । কেন সময় মঞ্জুর করা হবে না ?"
TAGGED:
Supreme Court