জলপাইগুড়ি, 18 জুন : হাতে রক্ত । স্বামীর রুদ্র মূর্তি দেখে কিছু বুঝে উঠতে পারেননি স্ত্রী । কিছু বোঝার আগেই স্ত্রীকে কোপাতে শুরু করল । তার আগে অবশ্য জামাইবাবুকে খুন করেছে । তার তরোয়ালের আঘাতে জখম হয়েছে আরও চারজন । ঘটনাটি ময়নাগুড়ির রামশাইতে ।
জামাইবাবুকে কুপিয়ে খুন, তরোয়ালের কোপে জখম আরও 4 - bother-in-lay
ময়নাগুড়ির রামশাইতে জামাইবাবুকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করল এক যুবক ।
পরিবার সূত্রে খবর, গতকাল রাতে জামাইবাবুর পাশে শুয়েছিল বছর ত্রিশের ক্যান্দ্রা মুণ্ডা । রাতে হঠাৎই ষাট বছরের বুধুয়া মুণ্ডাকে তরোয়াল দিয়ে কোপায় অভিযুক্ত । এরপর তরোয়াল নিয়ে তেড়ে যায় স্ত্রী, দুই দিদি ও শ্যালকের দিকে । জখম হয়েছেন তাঁরাও ।
পরে পুলিশ ও দমকল গিয়ে পাকড়াও করে অভিযুক্ত ক্যান্দ্রাকে । তার বাড়ি নাগরাকাটার বামন পাড়ায় । কিন্তু সে বামনপাড়া থেকে রামশাই খালপাড়ায় এসে থাকছিল দশ বছর ধরে । ক্যান্দ্রা মানসিক ভারসাম্যহীন নাকি পরিকল্পনা করেই এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।