লাহোর, 19 জুন : 1992 সাল থেকে শুরু । এরপর থেকে কোনও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পাকিস্তান । তা সে 50 ওভার বা 20 ওভারের বিশ্বকাপ হোক, প্রতিবারই তেরঙ্গা উড়েছে । ম্যানচেস্টারেও বদলায়নি সেই চিত্র । ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান । এনিয়ে দেশে প্রবল সমালোচনার মুখে পড়েছে তারা । এবার একধাপ এগিয়ে দলের উপর নিষেধাজ্ঞা চাপানোর জন্য আদালতে আবেদন করলেন পাকিস্তানের এক ব্যক্তি । পাশাপাশি, নির্বাচন কমিটিকেও বহিষ্কার করার দাবি জানিয়েছেন ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন অধিনায়ক ইমরান খান টসে জিতলে অধিনায়ক সরফরাজ় আহমেদকে প্রথমে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছিলেন । কিন্তু, রবিবার ম্যানচেস্টারে টসে জিতে ঠিক উলটোটা করেন সরফরাজ় । ভারত প্রথমে ব্যাট করে 336 রান তোলে । এনিয়ে সামালোচনার মুখে পড়েন সরফরাজ় । শেষপর্যন্ত ডাক-ওয়ার্থ লুইস নিয়মে 89 রানে হেরে যায় পাকিস্তান । আপাতত পাঁচ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট মাত্র তিন । পয়েন্ট টেবিলে 10 দলের মধ্যে তারা 9 নম্বরে রয়েছে । সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তানকে এখন শুধু প্রতিটি ম্যাচ জিতলেই হবে না, অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে । সেজন্য ক্ষোভে ফুটছে সেদেশের মানুষ ।