পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পাকিস্তান ক্রিকেট দলকে ব্যান করা হোক, দাখিল পিটিশন - India and Pakistan

ভারতের বিরুদ্ধে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে 89 রানে হেরে যায় পাকিস্তান । এরপরই দলকে ব্যানের দাবি তুলে আদালতে পিটিশন দাখিল করলেন পাকিস্তানের এক ব্যক্তি ।

পাকিস্তান অধিনায়ক

By

Published : Jun 19, 2019, 11:05 AM IST

Updated : Jun 19, 2019, 11:23 AM IST

লাহোর, 19 জুন : 1992 সাল থেকে শুরু । এরপর থেকে কোনও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পাকিস্তান । তা সে 50 ওভার বা 20 ওভারের বিশ্বকাপ হোক, প্রতিবারই তেরঙ্গা উড়েছে । ম্যানচেস্টারেও বদলায়নি সেই চিত্র । ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান । এনিয়ে দেশে প্রবল সমালোচনার মুখে পড়েছে তারা । এবার একধাপ এগিয়ে দলের উপর নিষেধাজ্ঞা চাপানোর জন্য আদালতে আবেদন করলেন পাকিস্তানের এক ব্যক্তি । পাশাপাশি, নির্বাচন কমিটিকেও বহিষ্কার করার দাবি জানিয়েছেন ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন অধিনায়ক ইমরান খান টসে জিতলে অধিনায়ক সরফরাজ় আহমেদকে প্রথমে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছিলেন । কিন্তু, রবিবার ম্যানচেস্টারে টসে জিতে ঠিক উলটোটা করেন সরফরাজ় । ভারত প্রথমে ব্যাট করে 336 রান তোলে । এনিয়ে সামালোচনার মুখে পড়েন সরফরাজ় । শেষপর্যন্ত ডাক-ওয়ার্থ লুইস নিয়মে 89 রানে হেরে যায় পাকিস্তান । আপাতত পাঁচ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট মাত্র তিন । পয়েন্ট টেবিলে 10 দলের মধ্যে তারা 9 নম্বরে রয়েছে । সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তানকে এখন শুধু প্রতিটি ম্যাচ জিতলেই হবে না, অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে । সেজন্য ক্ষোভে ফুটছে সেদেশের মানুষ ।

এই সংক্রান্ত আরও খবর :ব্যাটিং-বোলিংয়ে দুরন্ত পারফরমেন্স, দম্ভচূর্ণ পাকিস্তানের

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান দলের বিরুদ্ধে গুজরানওয়ালা সিভিল কোর্টে পিটিশন দাখিল করেন এক ব্যক্তি । নিজের আবেদনে জানান, পাকিস্তান দলের উপর নিষেধাজ্ঞা চাপাতে হবে । আর নির্বাচন কমিটির প্রধান ইনজ়ামাম-উল-হককে অবিলম্বে সরাতে হবে । ওই ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকদের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক ।

এই সংক্রান্ত আরও খবর :"টসে জিতে ব্যাটিং নাও", প্রধানমন্ত্রীর পরামর্শ শুনলেন না সরফরাজ় !

Last Updated : Jun 19, 2019, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details