কলকাতা, 10 জুন : সন্দেশখালিতে BJP কর্মী-সমর্থকদের মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি করলেন দলের মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় । এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার জন্য 'দায়ি' করে তাঁর পদত্যাগ দাবি করেন ।
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কালাদিবস পালন করছে BJP । এদিকে, লকেটের নেতৃত্বে BJP-র মহিলা মোর্চা কলকাতায় একটি মিছিল করে । এই মিছিল BJP-র রাজ্য দপ্তর থেকে যোগাযোগ ভবন পর্যন্ত যায় ।
আরও পড়ুন : কারা যেন বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে, সন্দেশখালির হাওয়ায় ভাসছে আতঙ্ক
প্রত্যেকের মাথায় বাঁধা কালো কাপড় । সন্দেশখালির ঘটনা এখনও জ্বলজ্বল করছে তাঁদের চোখে । এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের । তাঁদের মধ্যে দু'জন দলীয় কর্মী-সমর্থক । এই মৃত্যুর প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন মা-বোনেরা । দাবি, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে । আর তাঁদের নেতৃত্ব দিচ্ছেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ।