পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মমতা অবিলম্বে পদত্যাগ করুন : লকেট

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে BJP আজ রাজ্যজুড়ে কালাদিবস ঘোষণা করেছে । সেই উপলক্ষ্যে লকেটের নেতৃত্বে BJP-র মহিলা মোর্চা কলকাতায় একটি মিছিল করেন । এই মিছিল BJP-র রাজ্য দপ্তর থেকে যোগাযোগ ভবন পর্যন্ত যায় ।

মমতা অবিলম্বে পদত্যাগ করুন : লকেট

By

Published : Jun 10, 2019, 5:59 PM IST

Updated : Jun 10, 2019, 9:14 PM IST

কলকাতা, 10 জুন : সন্দেশখালিতে BJP কর্মী-সমর্থকদের মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি করলেন দলের মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় । এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার জন্য 'দায়ি' করে তাঁর পদত্যাগ দাবি করেন ।

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কালাদিবস পালন করছে BJP । এদিকে, লকেটের নেতৃত্বে BJP-র মহিলা মোর্চা কলকাতায় একটি মিছিল করে । এই মিছিল BJP-র রাজ্য দপ্তর থেকে যোগাযোগ ভবন পর্যন্ত যায় ।

আরও পড়ুন : কারা যেন বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে, সন্দেশখালির হাওয়ায় ভাসছে আতঙ্ক

প্রত্যেকের মাথায় বাঁধা কালো কাপড় । সন্দেশখালির ঘটনা এখনও জ্বলজ্বল করছে তাঁদের চোখে । এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের । তাঁদের মধ্যে দু'জন দলীয় কর্মী-সমর্থক । এই মৃত্যুর প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন মা-বোনেরা । দাবি, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে । আর তাঁদের নেতৃত্ব দিচ্ছেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ।

ভিডিয়োয় শুনুন লকেটের বক্তব্য

আরও পড়ুন :BJP-র বসিরহাট বনধে মিশ্র সাড়া

আজ BJP-র রাজ্য দপ্তর থেকে মহিলা মোর্চার এই মিছিল শুরু হয় । মিছিলে উপস্থিত লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, সন্দেশখালির ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান-সহ একাধিক হত্যাকারী এখনও পুলিশের সামনে ঘুরে বেরাচ্ছে । তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না । এই ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে CBI তদন্তেরও দাবি জানান তিনি ।

আরও পড়ুন :বাংলার পরিস্থিতি কী ? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন রাজ্যপাল

লকেট বলেন, "সন্দেশখালির ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তি চাই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পদত্যাগ করুন । তিনি কেন এখনও এই মৃত্যু নিয়ে কথা বলছেন না । কেন কোনও তদন্ত হচ্ছে না ? কেন শেখ শাহজাহান এখনও পুলিশের সামনে ঘুরে বেরাচ্ছে ? এসবের জবাব দিতে না পারলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন ।"

Last Updated : Jun 10, 2019, 9:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details