বারাসত, 29 এপ্রিল : স্বরূপনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় গরহাজির বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ঠাকুর । তাঁর সমর্থনে আজ স্বরূপনগররের চারঘাট বেসিক হাইস্কুল মাঠে সভা করেন মমতা । যদিও মমতা ঠাকুরের বদলে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান সভায় উপস্থিত ছিলেন ।
মমতার সভায় গরহাজির মমতা - mamata thakur was not attend the rally of mamata banerjee
সভা মঞ্চে নুসরত ছাড়াও ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোসসহ অন্যান্য তৃণমূলের নেতারা । সবাই থাকলেও ছিলেন না মমতা ঠাকুর । তাঁকে প্রক্সি দিতে তৃণমূল সুপ্রিমো নুসরতকে নিয়ে এসে মুখ রক্ষা করলেন ।
মমতার সভায় গরহাজির মমতা
সভা মঞ্চে নুসরত ছাড়াও ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোসসহ অন্যান্য তৃণমূলের নেতারা । ছিলেন না মমতা ঠাকুর । তাঁর জায়গায় নুসরতকে নিয়ে এসে মুখ রক্ষা করে তৃণমূল নেতৃত্ব । যদিও এবিষয়ে মমতা ব্যানার্জি তেমন কিছুই বলেননি । বলেন, "মমতা ঠাকুর বাগদার জনসভা থেকে স্বরূপনগেরর সভায় আসতে পারবেন না ।"
কিন্তু মমতা ঠাকুরের গরহাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে ।
Last Updated : Apr 30, 2019, 8:08 AM IST