পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সন্দেশখালিতে মৃত 4 রাজনৈতিক কর্মী; "মমতাই দায়ি", বললেন মুকুল - Clash

আজ সন্ধ্যায় হাটগাছি গ্রামে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয় । এই ঘটনায় দুপক্ষের চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।

মুকুল রায়

By

Published : Jun 8, 2019, 11:00 PM IST

Updated : Jun 9, 2019, 12:02 PM IST

কলকাতা, 8 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট । মৃত্যু হয়েছে মোট চারজনের । এরমধ্যে একজন তৃণমূল কর্মী । নাম কায়ুম মোল্লা । বাকি তিনজন BJP কর্মী । নাম প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও তপন মণ্ডল । যদিও পুলিশ সূত্রে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এদিকে, এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাবে রাজ্য BJP ।

এই সংক্রান্ত খবর : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত দু'পক্ষের চার

ঘটনার পরই টুইট করেন মুকুল রায় । তিনি লেখেন, 'সন্দেশখালিতে 3 BJP কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে । BJP কর্মীদের উপর অত্যাচারের জন্য দায়ি মমতা ব্যানার্জি । আমরা সন্দেশখালির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নজরে আনব ।'

Last Updated : Jun 9, 2019, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details