পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রেলের বেসরকারিকরণের প্রতিবাদে তৃণমূল, সামাজিক সুরক্ষা নিয়ে প্রশ্ন - ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ

কোরোনা সংক্রমণ জয় করলেও দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর ক্ষেত্রে এখনও জয় পেলেন না সভানেত্রী মৌসম নূর। সামাজিক দূরত্ব না মেনেই বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল তৃণমূলের কর্মী-সমর্থকদের।

Malda
Malda

By

Published : Jul 7, 2020, 6:10 PM IST

রেলের বেসরকারিকরণের প্রতিবাদে তৃণমূল, সামাজিক সুরক্ষা নিয়েপ্রশ্ন

মালদা,7জুলাই: লালারসে কোরোনার কোনও সংক্রমণনেই৷ মালদা মেডিকেলের ভাইরোলজি ল্যাবরেটরি থেকে সেই রিপোর্ট আসতেই রাজনৈতিক ময়দানেনেমে পড়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর৷ কোরোনা সংক্রমণ জয় করলেও দলেরগোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর ক্ষেত্রে এখনও জয় পেলেন না তিনি ৷ আজ সেই ছবিই ধরা পড়েছেদলের সুপ্রিমোর নির্দেশিত রেলের বেসরকারিকরণের প্রতিবাদে কেন্দ্রীয় সরকার বিরোধীঅবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ৷ মালদা টাউন রেল স্টেশনে খোদ মৌসমের নেতৃত্বে এইবিক্ষোভ সমাবেশ সংগঠিত হয় ৷ সেই চত্বরেই ধরা পড়েছে ইংরেজবাজার পৌরসভার প্রশাসকনীহাররঞ্জন ঘোষ ও প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারির দূরত্ব৷ দুজনেইঘনিষ্ঠদের নিয়ে দুটি ভিন্ন জায়গায় অবস্থান করেন৷ অবশ্য দুই পক্ষের কাছেই ছিল মমতাবন্দ্যোপাধ্যায় ও মৌসম নূরের ছবি সংবলিত ব্যানার৷ গোটা কর্মসূচিতে একবারওনীহারবাবু ও নরেন্দ্রবাবুকে বাক্যালাপ করতে দেখা যায়নি৷ বরং তাঁরা নিজেদের মধ্যেদূরত্ব বজায় রাখতেই ব্যস্ত ছিলেন৷ এই নিয়ে মৌসমকে প্রশ্ন করা হলে তিনি অবশ্যবিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন৷ তাঁর সাফাই,কোনও দ্বন্দ্ব নয়,নেত্রীর নির্দেশ মেনে দলের সবাইএকসঙ্গেই এই কর্মসূচি পালন করছেন৷ তবে মৌসম যাই বলুন না কেন,বিধানসভা ও পৌর নির্বাচনের আগে দলীয়গোষ্ঠীদ্বন্দ্বের এই প্রকাশ্য ছবি শুধু সাধারণ মানুষের কাছেই নয়,দলীয় কর্মীদের কাছেও অন্য বার্তাপৌঁছোবে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল৷

যদিওসমস্ত বিষয় এড়িয়ে গিয়েছেন তৃণমূল সভানেত্রী মৌসম নূর বলেন, “পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও রেলেরবেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা টাউনস্টেশনে বিক্ষোভ সমাবেশ হচ্ছে।আর গোষ্ঠীকোন্দল প্রসঙ্গে মৌসম বলেন, “এটা ঠিক কথা নয়,আমরা এর আগেও একসঙ্গে বহু কর্মসূচিকরেছি। আজকেও আমরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেছি।

তবে,আজকের প্রতিবাদ বিক্ষোভ চলল সামাজিক দূরত্ব বজায় নারেখেই।

ABOUT THE AUTHOR

...view details