পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বেড়েই চলেছে সংক্রমণ, গতরাত পর্যন্ত মালদায় কোরোনায় সংক্রমিত 124

মালদা জেলায় ক্রমাগত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । গতকাল রাত পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 124 ৷ তবে মালদা শহরে কারোর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েনি ৷

photo
photo

By

Published : May 25, 2020, 3:37 PM IST

মালদা, 25 মে : আরও বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গতকাল রাত পর্যন্ত মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 124 ৷ আজকের মধ্যে এই সংখ্যা 200 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, এখনও পর্যন্ত মালদা শহরে কারোর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েনি ৷ কিন্তু যেভাবে শহরে ভিড় হচ্ছে, তাতে এই শহরে কোরোনা সংক্রমণ ধরা পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানিয়েছেন, গতকাল রাত পর্যন্ত গোটা জেলায় আরও 23টি লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সংক্রমিত হয়েছেন ইংরেজবাজারের 2 জন, কালিয়াচক 1 ব্লকের 8 জন, কালিয়াচক 2 ব্লকের 9 জন, মানিকচক ব্লকের 1 জন, রতুয়া 1 ব্লকের 1 জন, পুরাতন মালদা ব্লকের 1 জন ও চাঁচল 1 ব্লকের 1 জন ৷ সব মিলিয়ে এই মুহূর্তে জেলায় আক্রান্তের সংখ্যা 124 ৷ এখনও পর্যন্ত যাঁদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে, তাঁরা সবাই পরিযায়ী ৷ বিভিন্ন রাজ্য থেকে জেলায় ফিরেছেন ৷ এঁদের কারোর শরীরেই কোরোনার কোনও উপসর্গ ছিল না ৷ তবে আক্রান্তরা সবাই ভালো রয়েছেন ৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছেন ৷ অনেকে ইতিমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ।

জেলা প্রশাসনের বক্তব্য, জেলায় পরিযায়ীদের লালারস পরীক্ষার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ৷ নমুনা সংগ্রহের সংখ্যা আরও বাড়ানো হবে ৷ আক্রান্তদের প্রত্যেককে COVID হাসপাতাল কিংবা আইসোলেশন সেন্টারে ভরতি করে চিকিৎসা করা হচ্ছে ৷ কোরোনা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের ৷ কিন্তু মালদা শহরে যেভাবে ভিড় বাড়ছে তাতে চিন্তিত শহরবাসী ৷ সবারই বক্তব্য, এই ছবি বহাল থাকলে শহরে কোরোনার প্রবেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details