পুনেতে, 6 জুলাই : শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক চাপ । পারলেন না আর লড়াই করতে । পুনেতে COVID কেয়ার সেন্টারের এডুকেশনাল ইনস্টিটিউট হস্টেলের ঘরেই আজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন 55 বছরের এক কোরোনা আক্রান্ত ।
পুনেতে আত্মঘাতী কোরোনা আক্রান্ত - কোরোনা আক্রান্ত
কোরোনা কেয়ার সেন্টারেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা 55 বছর বয়সি এক কোরোনা আক্রান্তের ।
![পুনেতে আত্মঘাতী কোরোনা আক্রান্ত COVID-19](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:11:37:1594042897-suicide1-0607newsroom-1594030853-225.jpg)
COVID patient suicides
পুলিশ জানিয়েছে, আজ সকাল 11টা নাগাদ ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর ছেলে ও আরও দু'জন । চারজনকেই সেন্টারের ওই ঘরটিতেই রাখা হয়েছিল ।
পুলিশের এক কর্তা বলেন, “ওই ব্যক্তির ছেলের বয়ান অনুযায়ী কোরোনা সংক্রমণের পর থেকেই মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি । দু'দিন আগেই এই COVID কেয়ার সেন্টারে ভরতি হন বাবা-ছেলে । কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি । দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে । তদন্ত চলছে ।”