পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সিনেমায় মদন মিত্র ? বললেন, নেতাদের অভিনয়ের ক্ষমতা বেশি - kolkata

সম্প্রতি অভিনয় করার প্রস্তাব পেয়েছেন মদন মিত্র । সেই প্রস্তাব তিনি বিবেচনা করছেন । এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

মদন মিত্র

By

Published : Apr 24, 2019, 5:58 AM IST

Updated : Apr 24, 2019, 6:10 AM IST

কলকাতা, ২৪ এপ্রিল : সর্বত্রই ট্রেন্ড চলছে অভিনেতা থেকে নেতা হওয়ার । ইতিমধ্যেই রাজ্যের কয়েকজন অভিনেতা-অভিনেত্রী নেমে পড়েছেন ভোট-যুদ্ধে । কিন্তু এবার এর উলটোটাই সম্ভবত ঘটতে চলেছে । এবার নেতা থেকে অভিনেতা হওয়ার মুখে প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের শাসকদলের নেতা মদন মিত্র । ETV ভারতকে তিনি বিষয়টি জানিয়েছেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বয়স হলেও ধরে রেখেছেন চকচকে চেহারা । বেশ পরিপাটি হয়ে থাকতেই ভালবাসেন মদন মিত্র । সবসময় পরনে থাকে গ্ল্যামারাস পোশাক । পায়ে থাকে স্নিকার্স । তাঁর জেলের জীবন ও অসুস্থতাও তাঁর শরীরে কোনও প্রভাব ফেলতে পারেনি । ভোট প্রচারে ব্যস্ত থাকলেও তিনি নিয়ম মেনেই শরীরের যত্ন নেন । আর তার হাতেগরম ফল পেলেন তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা । তাঁর কাছে সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে । সেই প্রস্তাব তিনি এখনও ফেরাননি ।

ETV ভারতকে মদন মিত্র জানান, জনৈক সিনেমা প্রযোজক তাঁর পরবর্তী ছবিতে এক চরিত্রে মদন মিত্রকে পছন্দ করেছেন । তিনি বলেন, "একটি সার্ভেতে দেখা যাচ্ছে অভিনেতার থেকে নেতাদের অভিনয় করার ক্ষমতা বেশি । জয়াপ্রদা, শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী অভিনেতা থেকে নেতা হয়েছেন । আর উলটো দিকে আমার কাছে সিনেমার প্রস্তাব এসেছে । আমি নিমরাজি । কিন্তু অভিনয় করলেও আমি আর যাই করি দাদু খাই, নাতি খাই করতে পারব না । এখনও যদি বসু পরিবার হতে পারে তাহলে আরও অনেক পরিবারই হতে পারে । আমাকে কখন সিনেমায় দেখতে পাবেন, তা জগন্নাথের উপর নির্ভর করছে । ব্যাপারটাই হবে জয় জগন্নাথ । আমার ইতিমধ্যেই প্রসেনজিতের সিনেমায় হাতেখড়ি হয়ে গেছে । মৃত সৈনিকের মতো অভিনয় করেছি । কিন্তু সত্যিকারের অভিনয় করলে খারাপ হয় না । করার ইচ্ছা আছে । খুব তাড়াতাড়ি হবে । সিনেমার ভূমিকা যদি ইকনমিক্সের মতো হয় তাহলে লোকে নেবে না । আবার এই বয়সে DJ করতে গেলে কোমর ভেঙে যাবে । "

Last Updated : Apr 24, 2019, 6:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details