ইসলামাবাদ, 23 মে : ভোট ‘পরীক্ষা’ শুরুর আগের দিনই নরেন্দ্র মোদির প্রশ্নপত্র কঠিন করে তুলেছিলেন । এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, লোকসভা ভোটে BJP জিতে ফিরলে তবেই ভারত-পাক শান্তি আলোচনা সম্ভাবনা । আর আজ ভোটের ফল সামনে আসতেই প্রতিবেশী দেশ থেকে এল শুভেচ্ছাবার্তা । পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদিকে । দক্ষিণ এশিয়ায় শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা এবং অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে এক সঙ্গে কাজ করবেন বলেও আশা প্রকাশ করলেন ইমরান ।
মোদিকে শুভেচ্ছা ইমরানের, বার্তা এক সঙ্গে কাজ করার - vote
এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, লোকসভা ভোটে BJP জিতে ফিরলে তবেই ভারত-পাক শান্তি আলোচনা সম্ভাবনা । আর আজ ভোটের ফল সামনে আসতেই প্রতিবেশী দেশ থেকে এল শুভেচ্ছাবার্তা । পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদিকে ।
2014 সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছেন । পূর্ববর্তী পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মোদির সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছিল কূটনৈতিক জল্পনা । পরবর্তী সময়ে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরও সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মোদি । কিন্তু, বার বার ভারতের মাটিতে জঙ্গি হামলায় দু'দেশের সম্পর্কে ভাটা পড়তে শুরু করে । সাম্প্রতিক সময়ে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটিতে অভিযান চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । কিন্তু, এত কিছুর মধ্যে ফের মোদির ক্ষমতায় ফেরা নিয়ে সওয়াল করে বিতর্ক উসকে দিয়েছিলেন ইমরান ।
মোদির প্রত্যাবর্তন কেন চেয়েছিলেন প্রাক্তন পাক-ক্রিকেট অধিনায়ক ? অনেকের মতে, ইমরান কুর্সিতে বসার পরে দিল্লি ভেবেছিল, আলোচনার পথ সুগম হবে । কারণ ইমরানের দিকেই রয়েছে পাকিস্তানি সেনার সমর্থন । একই ভাবে, মোদিই যে-হেতু নিজের দল ও প্রশাসনের নিউক্লিয়াস, তাই হয়তো তাঁর ‘দক্ষিণপন্থী’ BJP সরকারের সঙ্গে কাশ্মীর বিষয়ক আলোচনা চালানো অপেক্ষাকৃত সুবিধাজনক বলে মনে করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ।