রানিতলা, 9 জুন : বেআইনি মদের কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াল মহিলাদের একাংশ । মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত কড়িবোনা চাঁদপুর এলাকার ঘটনা । ঘটনাস্থানে আসে পুলিশ । বাজেয়াপ্ত করা হয় বেআইনি মদ । দুইজনকে গ্রেপ্তারও করা হয় ।
অভিযোগ, এই এলাকায় বহুদিন ধরে বেআইনি মদের ঠেক চলছিল । বাড়ছিল অসামাজিক কাজকর্ম । মদ খেতে এসে অনেকেই স্থানীয় মহিলাদের খারাপ কথা বলত । এই নিয়ে একাধিকবার এলাকায় ঝামেলা হয়েছে । মহিলারা প্রতিবাদ করেছে । তবে কাজ হয়নি ।