রায়গঞ্জ, 22 জুন : দীর্ঘ 14 বছর ধরে রায়গঞ্জ থানার বীরঘই গ্রামের তিন কিলোমিটার রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। ভোটের আগে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয়নি। অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। এক ঘণ্টা বিক্ষোভ চলার পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা ৷
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙা থেকে জয়নগর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ 14 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । বহু রাজনৈতিক দল রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও, তা বাস্তবে হয়ে ওঠেনি ৷ বর্ষাকাল শুরু হওয়ায় জল ও কাদায় ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । আজ বাধ্য হয়ে কয়েকশো গ্রামবাসী রাস্তা সংস্কারের দাবিতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধ চলায় আটকে পড়ে পণ্যবাহী লরি থেকে দূরপাল্লার যানবাহন।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কমল রায় জানান," প্রায় 14 বছর ধরে ওই রাস্তার কোনও সংস্কার হয়নি। সম্পূর্ণ রাস্তাটি ভেঙেচুড়ে গিয়েছে। বাইক, সাইকেল এমনকি হেঁটেও চলা দায় হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই মানুষ দুর্ঘটনার কবলে পড়ছেন। স্থানীয় বিধায়ক থেকে সাংসদ, গ্রামপঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র গ্রামের মানুষেরা রাস্তাটি সংস্কার ও পুননির্মাণ করার জন্য আবেদন করলেও, কেউই কর্নপাত করেননি । তাই বাধ্য হয়ে আজ ঘুঘুডাঙা মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নতুন রাস্তা নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রশাসনের তরফ থেকে না মেলা পর্যন্ত এই অবরোধ চলবে। "