পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পুকুর পাড়ে যুবকের জামাকাপড়, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে অবরোধ - police negligance

বৃহস্পতিবার থেকে নিখোঁজ যুবক । অভিযোগ জানানো সত্ত্বেও নিষ্ক্রিয় পুলিশ । প্রতিবাদে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী ।

রাস্তায় ব্যারিকেড

By

Published : May 25, 2019, 1:20 PM IST

আসানসোল, 25 মে : বৃহস্পতিবার থেকে নিখোঁজ যুবক । আশ্বাস দেওয়া হলেও সাহায্য মেলেনি প্রশাসনের । আর তারই প্রতিবাদে আসানসোলের উত্তর থানার শীতলা মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল কে ডি সিম কোলিয়ারি এলাকার বাসিন্দারা । নিখোঁজ যুবকের নাম সুমন্ত রুইদাস । বয়স 24 ।

কে ডি সিম কোলিয়ারি এলাকার বাসিন্দা সুমন্ত রুইদাস একটি বিস্কুট কারখানায় কাজ করতেন । বৃহস্পতিবার কারখানায় যাচ্ছেন বলে বেরিয়েছিলেন তিনি । কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি । ওইদিন রাতেই আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করে যুবকের পরিবার । গতকাল এলাকার ছেলেরা স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে সেখানে সুমন্তর সাইকেল ও জামাকাপড় পড়ে থাকতে দেখে । খবর পেয়ে সেখানে সুমন্তর পরিবারের লোকজন যান । তাঁরা সাইকেল ও জামাকাপড় সুমন্তর বলে শনাক্ত করেন ।

রাস্তা অবরোধে এলাকাবাসীরা

পরিবারের অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও পুকুরে তল্লাশি চালাতে তাদের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি । এর জেরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী । আজ সকালে তারা অবরোধ করে শীতলা মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক । এলাকাবাসীর দাবি, ওই যুবকের খোঁজ না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ তথা স্থানীয় কাউন্সিলর শ্যাম সোরেন । তিনিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ।

ABOUT THE AUTHOR

...view details