বোলপুর, 5 এপ্রিল : স্কুল থেকে ফেরার সময় বাসের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। নাম অঙ্কিতা পাল। তার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দমকলের গাড়ি লক্ষ্য করেও ইট ছোড়া হয়। ঘটনাটি বোলপুরের জাম্বুনির।
বোলপুরে পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু, বাসে আগুন - Viswabharati
বোলপুরে বাসের ধাক্কায় মৃত্যু ছাত্রীর। বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা
আজ সকাল 11টা নাগাদ স্কুল থেকে ফিরছিল অঙ্কিতা। সে বিশ্বভারতীর শিক্ষাসত্রের ক্লাস টুয়ের পড়ুয়া। শ্রীনিকেতন রোডের উপর একটি বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থানেই তার মৃত্যু হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। বাসটিতে তারা আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের একটি ইঞ্জিন। উত্তেজিত জনতা দমকলের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে কাঁচ ভেঙে দেয়। দমকল কর্মীদেরও বাধা দেওয়া হয়। পরে বোলপুর পুলিশ লাইন থেকে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।