পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

District Bar Election : বাম-কং জোটের কাছে পরাজিত তৃণমূল, বিজেপি - জেলা বার অ্যাসোসিয়েশনে জয়ী বাম কংগ্রেস

পৌর নির্বাচনে বাম-কংগ্রেস গাটছঁড়া বাঁধবে কি না, তা নিয়ে টানাপোড়েন চললেও এই জোটই হারাল শাসকদল আর পদ্মফুলকে । বারাসত বার অ্যাসোসিয়েশনের ভোটে এই জোটের কাছে হার মেনেছে দুই দল (District Bar Election in Barasat) ।

Barasat Bar Association Election
Left Congress alliance win

By

Published : Feb 5, 2022, 10:13 AM IST

বারাসত, 5 ফেব্রুয়ারি : পৌরভোটে বাম-কংগ্রেস জোট নিয়ে জটিলতা চলছে । এদিকে উত্তর 24 পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের ক্ষমতা ফের দখলে রাখলেন বাম এবং কংগ্রেসের আইনজীবীরা । তাঁদের কাছে আবারও পরাস্ত হতে হল শাসকদলকে (District Bar Election in Barasat) ।

টানটান উত্তেজনায় শুক্রবার রাতে জেলা বার-এর মোট 13টি আসনের মধ্যে 12টি আসনের ফলাফল ঘোষিত হয় । তার মধ্যে 7টি আসনই দখল করলেন বাম ও কংগ্রেস জোটের আইনজীবীরা । বাকি একটি আসনের ফলাফল নিয়ে জোটের আইনজীবীরা সন্তুষ্ট না হওয়ায় ফের গণনার দাবি তোলেন তাঁরা । দীর্ঘ টালবাহানার পর শেষে সেই দাবি মেনে আগামী মঙ্গলবার, 8 ফেব্রুয়ারি ওই একটি আসন গণনায় রাজি হয় ভোট পরিচালনার দায়িত্বে থাকা কমিটি ।

করোনা আবহে এবছরও নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় জেলা বার অ্যাসোসিয়েশন-এর নির্বাচন । 31 ডিসেম্বর ও 1 জানুয়ারি এই দু'দিন চলে মনোনয়ন তোলা এবং জমা দেওয়ার প্রক্রিয়া । 2-4 জানুয়ারি টানা তিনদিন ধরে মনোনয়ন স্ক্রুটিনি ও ভোট গণনা হয়েছে । গতবারের মতো এবারও বাম এবং কংগ্রেসের আইনজীবীরা জোটবদ্ধভাবে জেলা বার নির্বাচনে লড়াই করেছে । কিন্তু তৃণমূল এবং বিজেপি এককভাবে অংশ নিয়েছে ।

আরও পড়ুন : TMC candidate list : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাট ! দল বলছে, পার্থ-সুব্রতর প্রকাশিত তালিকাই চূড়ান্ত

জেলা বার সূত্রে খবর, পদাধিকারী ও বার-এর এক্সিকিউটিভ মেম্বার মিলিয়ে মোট 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাম-ডান সকলেই । সেই নিরিখে মোট প্রার্থী সংখ্যা দাঁড়ায় 39 । মোট ভোটার সংখ্যা ছিল 1 হাজার 800 । বার-এর ভোটে চমক দিতে বিজেপি নেতৃত্ব শেষ মুহূর্তে দলের রাজ্য সম্পাদক তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে বারাসত আদালতে নিয়ে এসে প্রচারও করিয়েছিলেন । কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি । এবারও তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের । ফলে হাড্ডাহাড্ডি যা লড়াই হয়েছে, তা জোট এবং তৃণমূলের মধ্যেই ।

এদিকে, জোট গড়ে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সাফল্য আসে, তা ফের দেখিয়ে দিলেন বারাসত আদালতের বাম এবং কংগ্রেস জোটের আইনজীবীরা । এমন একটা সময়ে তাঁরা জেলা বার-এর ক্ষমতা দখলে রাখলেন, যখন আসন্ন পৌর ভোটে বাম ও কংগ্রেস জোট কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । সেই জায়গায় জোটের আইনজীবীদের এই সাফল্য নিঃসন্দেহে অন্য মাত্রা দেবে বলেই ধারণা রাজনৈতিক মহলের।

অন্যদিকে, জোটের সাধারণ সম্পাদক পদে জয়ী আইনজীবী ও জেলা কংগ্রেস নেতা তারক মুখোপাধ্যায় বলেন, "হাড্ডাহাড্ডি লড়াই হলেও আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, এবারও জেলা বারের ক্ষমতা দখলে রাখতে পারব আমরা । সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধক্ষ্য পদ ছাড়াও এক্সিকিউটিভ মেম্বারের আরও তিনজন জয়ী হয়েছেন এই নির্বাচনে । আরেকটি সহ-সম্পাদকের পদের গণনা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটিও জোটের দখলে যাবে বলে আশা করছি । এই নিয়ে পরপর তিনবার ক্ষমতা ধরে রাখল বাম ও কংগ্রেস জোটের আইনজীবীরা । এটা যুগান্তকারী বলা যেতে পারে ৷"

আরও পড়ুন : Agitation of TMC in Kanthi & Tamluk : প্রার্থী তালিকা ঘোষণা হতেই কাঁথি ও তমলুকে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details