পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Traffic Congestion in Kolkata : বহুতলের বেআইনি পার্কিংয়ের জন্য শহরের রাস্তায় যানজট, পদক্ষেপ করবে লালবাজার - Kolkata Police to take action against Illegal Parking

শহরের যেখানে সেখানে ছোট-বড় বহুতলগুলির নিয়মবিরুদ্ধ পার্কিংলটের জন্য তৈরি হচ্ছে যানজট (Traffic Congestion in Kolkata due to Illegal Parking) । এর বিরুদ্ধে পদক্ষেপ করবে লালবাজার । কোন কোন বহুতলের বেআইনি পার্কিং রয়েছে তা খুঁজে দেখা হবে ।

Kolkata Traffic News
কলকাতা শহরের যানজট

By

Published : Jan 19, 2022, 10:54 PM IST

Updated : Jan 19, 2022, 11:02 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : অনুমোদন না থাকা সত্ত্বেও অস্থায়ী পার্কিংলট বানিয়ে কার্যত রাস্তার উপরেই সারিবদ্ধভাবে গাড়ি রাখছে শহরের একাধিক ছোট-বড় বহুতল । তাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বিভিন্ন সময়ে যানজট তৈরি হচ্ছে (Traffic Congestion in Kolkata due to Illegal Parking)। এবার তার বিরুদ্ধেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ । যেসব বহুতলের বেআইনি পার্কিং রয়েছে সেগুলি খুঁজে বের করা হবে ।

শহরের আনাচে কানাচে গজিয়ে ওঠা বহুতলগুলির নকশা অনুমোদনের জন্য পুলিশের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেয় । তবে অভিযোগ, শহরের বুকে অবস্থিত একাধিক ছোট-বড় আবাসন যে নকশা অনুমোদন পাওয়ার জন্য জমা দেয়, সেগুলি তৈরি হওয়ার পর দেখা যায় অনুমোদিত নকশার থেকে সেগুলি অনেক আলাদা হয়েছে । বহু ক্ষেত্রে দেখা যায়, এসব বহুতলের সামনে গাড়ি রাখার জায়গা তৈরি করার ফলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হচ্ছে । এই অভিযোগ পৌরসভার তরফ থেকে পেয়েছে কলকাতা পুলিশ । তারপরই এই বহুতলগুলিকে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে । এই বহুতলগুলির গাড়ি রাখার জায়গা ট্রাফিক ব্যবস্থার উপর কেমন প্রভাব ফেলছে তা জানার জন্য এবার ট্রাফিক অডিট শুরু করছে তারা ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, যেহেতু সরাসরি পুলিশ, পৌরসভার এবং সংশ্লিষ্ট বহুতলগুলির আবাসিকদের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করতে হবে ফলে এটি সময়সাপেক্ষ ব্যাপার ।

2017 সাল থেকে কলকাতা পুলিশ একটি নিয়ম চালু করে । সেই নিয়ম অনুযায়ী, বহুতলগুলির নকশা অনুমোদনের জন্য পুলিশের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় । অভিযোগ, প্রথমে যে নকশা দেখিয়ে অনুমোদন নেয় বহুতলগুলি, পরবর্তীতে সেই নকশা অনুযায়ী বহুতল তৈরি হয় না । অনুমোদিত নকশার সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক থেকে যায় ।

কলকাতা পৌরসভার সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের বৈঠকে এই ধরনের একাধিক ছোট-বড় আবাসনের নাম উঠে এসেছে । উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে দশটিও বেশি আবাসনের নাম উঠে এসেছে । এই ট্রাফিক অডিট হলেই জানা সম্ভব হবে কোথায় কোথায় নকশার বদল হয়েছে । এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে । এই অডিটে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল পদের একাধিক আধিকারিক-সহ একজন উপনগরপাল পদের আধিকারিক । থাকবেন কলকাতা পৌরসভার কর্মীরা ।

আরও পড়ুন : AI technology for Kolkata Traffic : ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের জন্য আসছে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'

Last Updated : Jan 19, 2022, 11:02 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details