কলকাতা, 19 জানুয়ারি : স্মার্ট কার্ড থেকে শুরু করে মেট্রো রেকের হ্যান্ডেল, সর্বত্রই ব্র্যান্ডিংয়ের ছোঁয়া । এবার এর সঙ্গে যুক্ত হল নর্থ-সাউথ করিডরের এএফসি-পিসি গেটের ব্র্যান্ডিংও (AFC Gates Branding of East West Metro) । এএফসি-পিসি গেট বা অটোমেটিক ফেরার কালেকশন গেট অর্থাৎ স্বয়ংক্রিয় টিকিট সংগ্রহ করার গেটগুলি । এবার সেগুলিতেও দেখা যাবে বিজ্ঞাপন, বুধবার এমনটাই জানাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ (New Advertising Style of East West Metro) ।
এক বেসরকারি ইস্পাত নির্মাণকারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ইস্ট-ওয়েস্ট মেট্রো নেটওয়ার্কের এএফসি-পিসি গেটেও ব্র্যান্ডিং করা হচ্ছে । বেসরকারি এই সংস্থার সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এগ্রিমেন্টের মেয়াদ দু'বছরের । 8টি স্টেশনের স্বয়ংক্রিয় গেটে এই ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শিয়ালদা স্টেশনটি এখনও চালু না হলেও প্রায় প্রস্তুত । এই স্টেশনে স্বয়ংক্রিয় গেটেও ব্র্যান্ডিং হচ্ছে ।