কলকাতা, 23 জুন : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দিয়ে বলেন, "প্রধান বিচারপতি মামলার নিষ্পত্তি না করা পর্যন্ত উচ্চ প্রাথমিক স্তরে কোনও প্রার্থী নিয়োগ করা যাবে না।"
মামলাকারী ভানু রায়সহ একাধিক চাকরিপ্রার্থীর অভিযোগ, 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকায় একাধিক গলদ রয়েছে । বিভিন্ন প্রার্থীর টেটের প্রাপ্ত নম্বর বাড়ানো হয়েছে। নিয়ম অনুযায়ী ইন্টারভিউ তালিকা তৈরি করা হয়নি। 1:1.4 অনুপাতও মানা হয়নি । ফলে, বহু মেধাবী এবং যোগ্য প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।