কলকাতা, 25 জুন : আগামী তিন সপ্তাহের জন্য ভাটপাড়া পৌরসভার প্রশাসক বোর্ডকেই কেয়ারটেকার বোর্ড হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার। 2015 সালের 19 মে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় পৌরসভা নির্বাচনের পর প্রথম সভা কমিটি গঠিত হয়। হিসেব অনুযায়ী, এই বছরের 18 মে পৌরসভার মেয়াদ শেষ হয়ে যায়। কোরোনা ভাইরাস সংক্রমণ ও লকডাউনের কারণে এরপরই শাসকদল সাত সদস্যের প্রশাসক বোর্ড তৈরি করে। বোর্ডের সভাপতি হন অর্জুন বন্দ্যোপাধ্যায় এবং মহম্মদ মাকসুদ আলাম , শ্রী মনোজ গুহ, শ্রীদেবী প্রসাদ সরকার , শ্রী হিমাংশু সরকার ও লালন চৌধুরিকে বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিংহ । তিনি বলেন, রাজ্য সরকার কোনও আমলাকে প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারত। তা না করে বিদায়ী চেয়ারম্যান ও কাউন্সিলের সদস্যদেরকেই প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন ও বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত করা হল কেন ? এটা সংবিধান বিরোধী।