পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

প্যাকেটবন্দি জলেও কি জন্ডিসের জীবাণু ? নজরদারি শুরু পৌরনিগমের - hepatitis B

কলকাতা পৌরনিগম প্যাকেটবন্দি জলের উপরও নজরদারি চালানো শুরু করল । বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে । এই জলগুলিতে রোগ-জীবানু রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

প্যাকেটবন্দি জলেও কি জন্ডিসের জীবাণু ? নজরদারি শুরু পৌরনিগমের

By

Published : Jun 5, 2019, 2:09 PM IST

কলকাতা, 5 জুন : কলকাতায় একাধিক জায়গা থেকে সম্প্রতি একাধিক বাসিন্দার জন্ডিসে আক্রান্তের খবর পাওয়া গেছে । এই কারণে এবার কলকাতা পৌরনিগম দোকানে বিক্রি হওয়া প্যাকেটবন্দি জলের উপরও নজরদারি শুরু করেছে । বিভিন্ন জায়গা থেকে ওই জলের নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে । এই জলে জন্ডিস (হেপাটাইটিস A)- এর জীবাণু রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

শহরের 99 নম্বর ওয়ার্ডে জন্ডিস ছড়ানোর পর নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন । এই এলাকায় পৌরনিমগমের জলে জন্ডিসের জীবাণু পাওয়া গেছে । এ কথা স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানান, এবার থেকে প্যাকেটবন্দি পানীয় জলের নমুনাও পরীক্ষা করে দেখা হবে । এরপরই গতকাল থেকে বিভিন্ন দোকানের প্যাকেটবন্দি পানীয় জলের নমুনা সংগ্রহ করা হচ্ছে । ইতিমধ্যেই শোভাবাজার ও পার্ক স্ট্রিট এলাকা থেকে পৌরকর্মীরা জলের নমুনা সংগ্রহ করেছে ।

গরমে শরবত, লস্যি, বরফের গোলা, লেবু জল ইত্যাদির চাহিদা বেড়ে । এগুলিতে কোথাও বাণিজ্যিক বরফ ব্যবহার করা হয় কি না সেই বিষয়েও নজরদারি চালিয়েছে প্রশাসন । এছাড়া দুর্গাপুজোর সময় বিভিন্ন হোটেল ও রেস্তরাঁর খাবারের নমুনা সংগ্রহ করে গুণমান বিচার করেছে কলকাতা পৌরনিগম ।

ABOUT THE AUTHOR

...view details