পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

লাদাখে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কিরণ রিজিজু - খেলো ভারত

রিজিজু স্থানীয় খেলোয়াড়দের জন্য ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য উৎসাহ দিতে লাদখ প্রশাসনকে পুরষ্কার এবং কাজের ব্যাবস্থা করার পরামর্শ দেন । তিনি দেশব্যাপী আইস হকি সংস্থাগুলিকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করার কথা এবং ক্রীড়াটিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন

কিরণ রিজিজু
কিরণ রিজিজু

By

Published : Sep 14, 2020, 8:07 PM IST


লেহ, 14 সেপ্টেম্বর : কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু সোমবার কেন্দ্রশাসিত অঞ্চলে 12কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। রিজিজু লেহাত ওপেন স্টেডিয়ামে একটি সিনথেটিক ট্র্যাক এবং অ্যাস্ট্রো-টার্ফের ভিত্তি স্থাপন করেন। প্রকল্পটির জন্য আনুমানিক ব্যয় হবে 10.68 কোটি টাকা এবং আগামী বছরের জানুয়ারির মধ্যে এটি শেষ হওয়ার কথা রয়েছে । একইভাবে NDS ইনডোর স্টেডিয়ামে জিমনেসিয়াম হল নির্মাণে প্রায় 1.22 কোটি টাকা ব্যয় হবে এবং 2021 সালের মার্চ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে ।

রিজিজু স্থানীয় খেলোয়াড়দের জন্য ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য উৎসাহ দিতে লাদখ প্রশাসনকে পুরষ্কার এবং কাজের ব্যাবস্থা করার পরামর্শ দেন । তিনি দেশব্যাপী আইস হকি সংস্থাগুলিকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করার কথা এবং ক্রীড়াটিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন । তিনি ফেডারেশনগুলিকে স্মরণ করিয়ে দেন, যে নীতিগতভাবে তাঁর মন্ত্রক আইস হকিকে জাতীয় ক্রীড়া হিসাবে স্বীকৃতি দিয়েছে।

লাদাখের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি এই অনুষ্ঠানে নিয়ম শিথিল করার ঘোষণা করেন । তিনি প্রশাসনকে লাদাখের এক হাজার জনসংখ্যার জায়গায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব পাঠাতে বলেন । খেলো ইন্ডিয়া কর্মসূচির আওতায় তাঁর মন্ত্রনালয় নিয়মগুলি শিথিল করবে এবং প্রশাসনের দ্বারা প্রস্তাবিত জায়গাগুলির জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ এবং খেলো ভারত জেলা উপকেন্দ্র হিসাবে গড়ে তুলবে । একইভাবে, স্থানীয় ইভেন্টগুলিতে দক্ষ খেলোয়াড়রা তাদের ক্রীড়া বিভাগের উপর নির্ভর করে দেশজুড়ে 23 টি কেন্দ্রের প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে বলেও জানান তিনি ।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লাদাখের রাজ্যপাল আর কে মাথুর খেলাধুলার উন্নয়নের জন্য রিজিজুকে লাদাখের প্রতিভা খুঁজে বের করার আহ্বান জানান। তিনি শীতের সময় দেশের অন্যান্য স্থানের মানুষকে শীতকালীন খেলাধুলার অভিজ্ঞতা নিতে লাদাখে আসার আহ্বান জানান ।

ABOUT THE AUTHOR

...view details