পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন : মুকুল রায়

বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন নিয়ে মমতাকে কটাক্ষ করে মুকুল বলেন, "নকশালবাড়ি আন্দোলনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল । ডাঃ পার্থ সেনগুপ্ত 1970 সালে ওই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন । কিন্তু আজ তাঁকে ডাকা হয়নি । কারণ এখন রাজ্যে মমতার চেয়ে তো বড় মনীষী আর  নেই । যেখানেই যাবেন ওনার ছবি ৷ "

খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন : মুকুল রায়

By

Published : Jun 11, 2019, 5:18 PM IST

Updated : Jun 11, 2019, 9:25 PM IST

কলকাতা, 11 জুন : আজ কলকাতায় BJP- র রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুকুল রায় ৷ সেখানে তিনি বলেন, "খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন ৷" উল্লেখ্য, আজ বিদ্যাসাগর কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের নতুন মূর্তি উন্মোচন করেন ৷ লোকসভা ভোটের প্রচারে 14 মে কলকাতায় অমিত শাহ এসেছিলেন ৷ তখন কলেজ স্ট্রিটে গন্ডগোলের সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় ৷

এই সংক্রান্ত খবর : বিদ্যাসাগর কলেজে 'ঈশ্বর' ফিরলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে

সন্দেশখালির ন্যাজাটে সংঘর্ষের ঘটনা নিয়ে মুকুল আজ বলেন, "আমি ন্যাজাট গেছিলাম । যে দু'জন মারা গেছে এবং যাঁরা নিখোঁজ, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি । নন্দীগ্রামের যেমন খুনি মুখ্যমন্ত্রীর (বুদ্ধদেব ভট্টাচার্য) কথা উঠেছিল, তেমন এখন খুনি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর শাড়িতে রক্তের দাগ লেগে আছে । বাদুড়িয়ায় বস্তা ভরতি মাংস পাওয়া গেছে । প্রশাসন বলছে, ওটা পশুর কিন্তু বিষয়টি সন্দেহজনক । বাংলাদেশ থেকে ন্যাজাটে অস্ত্র ঢোকে । আমরা চাই বিষয়টি নিয়ে NIA তদন্ত হোক । নির্বিচারে গুলি চালানো হয়েছে ওখানে । আমার কাছে তালিকা আছে বাংলায় BJP-র কতজন কর্মী মারা গেছেন ।"

এই সংক্রান্ত খবর : মৃত BJP কর্মীরাই কায়ুম মোল্লাকে মারতে গেছিল : মমতা

বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন নিয়ে মমতাকে কটাক্ষ করে মুকুল বলেন, "নকশালবাড়ি আন্দোলনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল । ডাঃ পার্থ সেনগুপ্ত 1970 সালে ওই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন । কিন্তু আজ তাঁকে ডাকা হয়নি । কারণ এখন রাজ্যে মমতার চেয়ে তো বড় মনীষী আর নেই । যেখানেই যাবেন ওনার ছবি ৷ "

উল্লেখ্য, আজ টালিগঞ্জের চলচ্চিত্র অভিনেতা প্রদীপ ধর যোগ দিলেন BJP-তে ৷ মুকুল বলেন, "টালিগঞ্জের অবস্থা খুব খারাপ । কলাকুশলীরা টাকা ঠিকমতো পাচ্ছেন না । তাই এখন টালিগঞ্জের বেশিরভাগ লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন । "

Last Updated : Jun 11, 2019, 9:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details