পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

IPL ভালোবাসি, ভারতের কাছে কৃতজ্ঞ : পিটারসন - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ক্রিকেট দুনিয়ায় কেপি নামেই বেশি পরিচিত কেভিন পিটারসন । IPL 2020-র ধারাভাষ্যকরদের প্যানেলে আছেন কেপি ।

কেভিন পিটারসন
কেভিন পিটারসন

By

Published : Sep 18, 2020, 3:48 PM IST

দিল্লি, 18 সেপ্টেম্বর : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন T20 ক্রিকেটের উপর পানডেমিকের প্রভাব নিয়ে মুখ খুললেন। তাঁর মতে চলতি বছর T20 ক্রিকেটের বিস্তার আলাদাভাবে হবে ।

পিটারসন বলেন , " এটা নিশ্চিতভাবে আলাদা হতে চলেছে । কোনও ভক্ত থাকবে না । প্রত্যেকেই বাবলের মধ্যে থাকতে হবে । এবং যে দল এই বাবলে ভালোভাবে মানিয়ে নিতে পারবে, তারাই খেতাব জয়ের দাবিদার হবে । এটা প্রত্যেকেরই নতুন রাজত্ব ।"

ক্রিকেট দুনিয়ায় কেপি নামেই বেশি পরিচিত কেভিন পিটারসন । IPL 2020-র ধারাভাষ্যকরদের প্যানেলে আছেন কেপি । আগামী 19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এই কোটিপতি লিগ ।

খেলার দিনগুলিতে পিটারসন IPL-এ দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাইজ়িং পুনে সুপারজায়ান্টের প্রতিনিধিত্ব করেছেন । তিনি এবার দিল্লিকেই ট্রফি জেতার দাবিদার বাছলেন ।

পিটারসন বলেন, " আমি এখন থেকে কিছু অনুমান করতে পারব না । তবে আমার হৃদয় চায় দিল্লি খেতাব জয় করুক । কারণ আমি দিল্লিকে ভালোবাসি। তবে আমি এখনই ভবিষ্যদ্বাণী করতে পারি না । এটি সবার জন্য একেবারে নতুন এবং ভিন্ন মরশুম। সুতরাং, আমাকে প্রথম দুই সপ্তাহের জন্য দলগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমি তরুণ খেলোয়াড়দের ভালোবাসি। আমি সব ধরনের খেলোয়াড়কে ভালোবাসি। আমি ঝুঁকি নিয়ে যাওয়া খেলোয়াড়দের বেশি পছন্দ করি ।"

নিজের IPL যাত্রার কথা স্মরণ করে তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেন, " আমি IPL ভালোবাসি। ভারত আমাকে যা দিয়েছে তা আমি ভালোবাসি। আমি ২০০২ সালের পর থেকে যে যাত্রাটি করেছি তার সবটাই পছন্দ করি । আমি এত ভাগ্যবান যে আমি ভারতীয় সংস্কৃতি, বন্ধুত্বের অভিজ্ঞতা লাভ করতে পেরেছি। আমি আর্থিকভাবে উপকৃত হয়েছি । আমি ভারতের কাছে কৃতজ্ঞ ।"

ABOUT THE AUTHOR

...view details