পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কেরালার উপকূলীয় অঞ্চলে ট্রিপল লকডাউন - কনটাইনমেন্ট জ়োন

কেরালার উপকূলীয় অঞ্চলগুলিতে আজ থেকে 23 জুলাই পর্যন্ত ট্রিপল লকডাউন জারি করল রাজ্য সরকার । জরুরি পরিষেবা বাদে বাকি সবকিছু বন্ধ থাকবে ।

Lockdown Kerala
Lockdown

By

Published : Jul 13, 2020, 8:07 PM IST

Updated : Jul 13, 2020, 9:02 PM IST

তিরুবনন্তপুরম, 13 জুলাই : উপকূলবর্তী অঞ্চলগুলিকে ক্রিটিকাল কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করে বর্ধিত ট্রিপল লকডাউন ঘোষণা করল কেরালা সরকার । আজ সকাল 6টা থেকে কার্যকর হয়েছে এই ট্রিপল লকডাউন । চলবে 23 জুলাই পর্যন্ত ।

সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত কেবল জরুরি পরিষেবা চালু থাকবে । জরুরি পরিষেবা দেয় এমন দোকানগুলিতে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত স্টক সংগ্রহের অনুমতি রয়েছে । দুধের কাউন্টারগুলি সকাল 5টা থেকে 10টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে । এই অঞ্চলে রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি এবং বেসরকারি অফিসসহ অন্যান্য সংস্থা 23 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ।

উপকূলীয় অঞ্চলগুলিতে যেখানে ট্রিপল লকডাউন ঘোষিত হয়েছে, সেই এলাকাগুলি - তিরুবনন্তপুরম-মানিক্যাভিলাকম, পুন্থুরা ও পুঠানপল্লি ওয়ার্ড, কোল্লাম-চাভারা ও পানমানা, আলাপ্পুঝা-পট্টনাক্কাদ, কাদাক্করাপল্লি, চেরথালা দক্ষিণ, উত্তর মারারিকুলাম , কোডামথুরুথু, কুঠিয়াথোড়ে, থুরাভুর, আরাট্টুপুঝা, এরনাকুলাম-চেল্লানাম মালাপ্পুরম-ভেলিয়ামকোডে, পেরুম্বাদাপ্পু, পোন্নানি এবং তানুর পৌরসভা ।

চিকিৎসা, জরুরি পরিষেবা বাদে কনটেনমেন্ট জ়োনে কোনওরকম যাতায়াতের অনুমতি দেওয়া হবে না । এই অঞ্চলগুলিতে বসবাসকারী পরিবারগুলিকে এই ক'দিনের জন্য পাঁচ কেজি করে চাল বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার ।

Last Updated : Jul 13, 2020, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details