কলকাতা, 21 জানুয়ারি :যেভাবে দলের কিছু নেতা-কর্মীরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তাঁকে অপমান করার চেষ্টা করা হচ্ছে তাতে তিনি যে দমবার পাত্র নন, সেটাই শুক্রবার কলকাতা হাইকোর্টের মামলার শুনানি চলাকালীন ঠারেঠোরে বোঝানোর চেষ্টা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee on party conflict) ।
এদিন হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূল সাংসদ । রেশন ডিলারদের একটি মামলায় এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মামলার শেষে কল্যাণকে তাঁর শারীরিক ও মানসিক পরিস্থিতি কেমন আছে তা জিজ্ঞাসা করেন । তিনি সুস্থ আছেন কিনা জানতে চান । কল্যাণ জানান, তিনি শারীরিক ভাবে সুস্থ এবং মানসিকভাবে সচেতন আছেন ।
নিজের সম্পর্কে বলতে গিয়ে প্রবীণ সাংসদ জানান, জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পড়েছেন তিনি । ভিখারি পাসোয়ান মামলায় তাঁর ছেলেকে কিডন্যাপ করার হুমকি দেওয়া হয়েছিল । তারপরেও বিভিন্ন সময়ে সমস্যার মুখে পড়েছেন, কিন্তু কখনও দমে যাননি ।