পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

চলতি মাসেই শুরু হচ্ছে কালীঘাট স্কাইওয়াকের কাজ - Dakhineswar skywalk

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পর এবার রাজ্য সরকারের প্রস্তাবিত কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হতে চলেছে । শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির পর্যন্ত হবে স্কাইওয়াকটি । 450 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া স্কাইওয়াকটিতে থাকবে ছয়টি এস্কেলেটর ।

চলতি মাসেই শুরু হচ্ছে কালীঘাট স্কাইওয়াকের কাজ

By

Published : Jun 11, 2019, 10:36 PM IST

Updated : Jun 11, 2019, 10:45 PM IST

কলকাতা, 11 জুন : কালীঘাট মন্দিরে স্কাইওয়াক তৈরির কাজ চলতি মাসেই শুরু হতে চলেছে । কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদের বৈঠকে আজ এই নিয়ে সিদ্ধান্ত হয় । 2020 সালের মধ্যে কাজ শেষের সময়সীমা ধার্য করা হয়েছে ।

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পর এবার রাজ্য সরকারের প্রস্তাবিত কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হতে চলেছে । শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির পর্যন্ত হবে স্কাইওয়াকটি । 450 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া স্কাইওয়াকটিতে থাকবে ছয়টি এস্কেলেটর । যার জন্য ইতিমধ্যেই 125 কোটি টাকা ধার্য করা হয়েছে । 2020 সালের মধ্যে কাজ শেষ করা হবে বলে বৈঠকের পর জানিয়েছেন মেয়র ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে মেয়র পারিষদদের বৈঠকে আজ উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ সমস্ত মেয়র পারিষদ । বৈঠক শেষে সিদ্ধান্ত হয় মঙ্গলবার মহম্মদ আলি পার্কের কাজ দেখতে যাবেন মেয়র । তারপর যাদবপুরে যাবেন ৷ সেখানে সম্প্রতি জন্ডিসে একাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছেন ৷

Last Updated : Jun 11, 2019, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details