পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সন্দেশখালিতে মৃত তৃণমূল কর্মীর ভাইকে চাকরির প্রতিশ্রুতি জ্যোতিপ্রিয়র - Sandeshkhali

গতকাল কায়ুম মোল্লার বাড়িতে গেছিল তৃণমূলের একটি প্রতিনিধিদল । সেখানে কায়ুমের ভাইকে চাকরির প্রতিশ্রুতি দেন জ্যোতিপ্রিয় মল্লিক ।

লিয়াকৎ আলি মোল্লা

By

Published : Jun 10, 2019, 5:36 AM IST

Updated : Jun 10, 2019, 7:17 AM IST

সন্দেশখালি, 10 জুন : সন্দেশখালিতে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী কায়ুম মোল্লার ভাইকে চাকরির প্রতিশ্রুতি দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক । পাশাপাশি, কায়ুমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।

শনিবার সন্দেশখালির ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের । তার মধ্যে একজন কায়ুম মোল্লা । গতকাল দুপুরে কায়ুমের হাটগাছির বাড়িতে যায় তৃণমূলের একটি প্রতিনিধিদল । ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, মদন মিত্র ও তাপস রায় । কায়ুমের আব্বা লিয়াকৎ আলি মোল্লা ও আম্মা আসমা বিবির সঙ্গে দেখা করেন । প্রশাসন ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবে বলে আশ্বাস দেয় প্রতিনিধিদল।

কায়ুমের ভাই আমিরুলকে চাকরির প্রতিশ্রুতি দেন জ্যোতিপ্রিয় । আপাতত উচ্চমাধ্যমিক পাশ করে বেঙ্গালুরুতে পড়াশোনা করছে আমিরুল ।

Last Updated : Jun 10, 2019, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details