পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

নবান্নে যাব না, রাজ্য সরকারের প্রস্তাব উড়িয়ে ঘোষণা জুনিয়র ডাক্তারদের - Doctors' protest

রাজ্যের স্বাস্থ্য জট চূড়ান্ত । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে যেতে অস্বীকার করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । বললেন, "বন্ধ ঘরে কোনওরকম আলোচনা করবেন না তাঁরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য NRS-এ আসতে হবে ।"

NRS-এ চলছে আন্দোলন

By

Published : Jun 15, 2019, 2:07 PM IST

Updated : Jun 15, 2019, 3:32 PM IST

কলকাতা, 15 জুন : রাজ্যের স্বাস্থ্য জট চূড়ান্ত । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে যেতে অস্বীকার করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । বললেন, "বন্ধ ঘরে কোনওরকম আলোচনা করবেন না তাঁরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য NRS-এ আসতে হবে ।"

রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে 'শনির দশা' কাটবে কি না সেদিকেই নজর ছিল সবার । গতকাল রাজ্য প্রশাসনের আবেদন উড়িয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন নবান্নে যাবেন না আলোচনা করতে । তারপরই আজ কার্যনিবাহী কমিটির বৈঠক বসেছিল NRS-এ । জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা নবান্নে যাবেন কি না সেই বিষয় সিদ্ধান্ত নিতেই ডাকা হয়েছিল বৈঠক । বৈঠক থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন, তাঁরা নিজেদের দাবি থেকে সরবেন না ।

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মন্তব্য, "আমরা উদ্বীগ্ন, আশাহত । আমরা চাই কাজ চালু হোক । কিন্তু আমরা কেউ নবান্নে যাব না । বন্ধ দরজার পিছনে কোনও রকম আলোচনা নয় । আমাদের অনুরোধ, মুখ্যমন্ত্রী এখানে আসুন । আমাদের সব দাবি নিয়ে আলোচনা করুন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ কার্যনিবাহী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন IMA -র সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন সহ সিনিয়র ডাক্তাররা । বৈঠক থেকে মাঝ পথে বেরিয়ে শান্তনুর দাবি ছিল, অনেক বহিরাগত বৈঠকে উপস্থিত ছিলেন । যাঁরা আন্দোলনকারীদের বিভ্রান্ত করছেন এবং আন্দোলনকে জিইয়ে রাখছেন । একই সঙ্গে তাঁর আবেদন ছিল, যাতে আন্দোলন থেকে সরে আসেন জুনিয়র ডাক্তাররা । যদিও, বাস্তব পরিস্থিতি অন্য কথাই বলল । নবান্নে না যাওয়ার কথা ঘোষণা করে দিলেন জুনিয়র ডাক্তাররা । ফলে আজ নবান্নে যে বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল ।

Last Updated : Jun 15, 2019, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details