পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মালবাজারে বাড়িতে চুরি, লুট 5 লাখ টাকার গয়না ও নগদ - জলপাইগুড়িতে চুরির ঘটনা

5 লাখ টাকার সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ।

Incident of theft in jalpaiguri
Incident of theft in jalpaiguri

By

Published : Oct 6, 2020, 7:16 PM IST

জলপাইগুড়ি, 6 অক্টোবর : ঘরে পড়াশোনা করছিল ছোটো ছেলে । আর তারই মধ্যে বাড়িতে ঢুকে চুরি করে পালাল দুষ্কৃতীরা । মালবাজারের দক্ষিণ ওদলাবাড়ি এলাকার ঘটনা ।

দু'দিন আগেই মালবাজারের একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটে । সোমবার সন্ধ্যায় দক্ষিণ ওদলাবাড়ির বাসিন্দা নেত্র বাহাদুর লিম্বুর বাড়ি থেকে 5 লাখ টাকার সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

ব্যবসার কাজে কুয়েতে থাকেন নেত্র বাহাদুর লিম্বু । বাড়িতে থাকেন তাঁর স্ত্রী রঞ্জিতা সুব্বা এবং ছোটো ছেলে । রঞ্জিতা সুব্বা বলেন, " সাতটা- সাড়ে সাতটা নাগাদ আমি পাশের বাড়ি গিয়েছিলাম । তখন একটি ঘরে পড়াশোনা করছিল আমার ছোটো ছেলে । আলমারির লকারের মধ্যে একটি ব্যাগে গয়নাগুলি রাখা ছিল । সেখান থেকে সেগুলো চুরি করে নিয়ে পালিয়েছে চোর ।"

রঞ্জিতা সুব্বার জামাইবাবু অনিল কুমার থাপা জানিয়েছেন, কয়েকদিন আগে পাশের বাড়ির এক যুবকের মৃত্যু হয় । বলেন, “তাঁর বাড়িতে এখন কেউ থাকে না । তাই ওই যুবকের পরিজনরা সব গয়না আমার শ্যালিকার বাড়িতে রেখে গিয়েছিল । সেটা কোনওভাবে চোরের দল হয়তো জানতে পেরেছিল । তাই এই চুরি ঘটনা ঘটল ।”

ABOUT THE AUTHOR

...view details