মিজো়রাম, 16 জুন : সাহায্যের হাত বাড়ালেন । তবে একটু ভিন্ন পথে । সারাবছর দেশের বিভিন্ন ক্লাবে খেলেন । ফলে নিজেদের রাজ্যে আসা হয় না । কিন্তু কোরোনা ভাইরাসের জেরে ঘরে ফিরেছেন । চেনা পরিবেশে ফিরে নিজেরা নিজের মতো করে এই সময়টা কাজে লাগাচ্ছেন । কোরোনা ভাইরাস ও লকডাউনে দুর্গত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন জেজে-র মতো ফুটবলাররা ।
মৃত কিশোরের পরিবারের পাশে জেজে - ফুটবল
এইচ লালভেনমাওয়াই নামে এক কিশোর সম্প্রতি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় । ওই কিশোরের পরিবারকে সাহায্য করতে অনলাইনে ম্যাচের আয়োজন করলেন জেজে ।
মিজ়োরামের তারকা ফুটবলার জেজে এই মুহূর্তে চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় । নিজেকে ফুটবর মাঠে ফের মেলে ধরার আগে রাজ্যে সামাজিক কাজে ব্যস্ত তিনি । এই পরিস্থিতিতে যেহেতু মাঠে নেমে কিছু করার অনুমতি নেই, তাই মোবাইল গেমের মাধ্যমে প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছেন জেজে । ডিজিটাল মাধ্যমে আয়োজিত প্রদর্শনী ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ আঠারো বছরের এক মৃত কিশোরের পরিবারের সাহায্যে ব্যয় করা হবে বলে তিনি জানিয়েছেন । 31 জন ফুটবলার এই অনলাইন ম্যাচে অংশ নিচ্ছেন । বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক সাহায্য বেঁঁচে থাকার একমাত্র পথ । সেই বিষয়কে সামনে রেখে জেজে বলেছেন, "আমার কাছে বিষয়টি খুব সহজ । প্রত্যককে এগিয়ে এসে পরস্পরকে সাহায্য করতে হবে । আমরা কোন জায়গা থেকে আসছি সেটা বড় বিষয় নয় । সবাই সবাইকে সাহায্য করবে এই মনোভাব নিয়ে আমি এগিয়েছি ।"
সারা বছর ধরে মিজ়োরামে সমাজসেবা করেন তারকা ফুটবলার । লকডাউনের প্রথম পর্বে রক্তদান করেছেন । তিনি বিশ্বাস করেন, সকলে মিলে এগিয়ে আসলে ফের মিজ়োরামকে স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব । মিজ়োরামের মানুষকে সচেতন করার বিষয়ে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে । সেই কাজ করতে মায়ানমার সীমান্তে শিবির করা হয়েছিল ।সেখানে কাজ করছিল এইচ লালভেনমাওয়াই নামে এক কিশোর । শিবির চলাকালীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং 9 জুন মারা যায় । তাঁঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এবং কিশোরের পরিবারকে সাহায্য করতে এই ম্যাচের আয়োজন । জেজে ছাড়াও লালমুনপুইয়া, জেরি, লালডানমাইয়া রালতে, লালরুয়াথারা, চুলোভার মতো ফুটবলাররা অভিনব কায়দায় ম্যাচের আয়োজনকে স্বাগত জানিয়েছেন ।