পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

BJP Inner Clash : শো-কজের পরই শান্তনুর শরণাপন্ন জয়প্রকাশ - BJP Rebel Leaders

দলের বিরুদ্ধে মন্তব্য করেই শো-কজ চিঠি পেয়েছেন জয়প্রকাশ মজুমদার । তারপরই ঠাকুরনগরে গিয়ে বৈঠক করলেন শান্তনু ঠাকুরের সঙ্গে (BJP Rebel Leaders) ।

BJP Inner Clash
শো-কজের পরে শান্তনুর শরণাপন্ন জয়প্রকাশ

By

Published : Jan 23, 2022, 10:24 PM IST

বনগাঁ, 23 জানুয়ারি : দলের শৃঙ্খলা ভঙ্গের শো-কজের চিঠি পাওয়ার পর শান্তনু ঠাকুরের শরণাপন্ন হলেন জয়প্রকাশ মজুমদার। রবিবার সন্ধ্যায় এক ঘণ্টার মতো ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বৈঠক করেন জয়প্রকাশ মজুমদার ও শান্তনু ঠাকুর। বৈঠকের বিষয়ে অস্বীকার না করলেও কী বিষয়ে বৈঠক হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি জয়প্রকাশ (BJP Inner Clash)।

দলের নতুন কমিটি থেকে বাদ পড়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের নতুন কমিটির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন জয়প্রকাশ, যা নিয়ে রবিবার তাঁকে শৃঙ্খলা নোটিশ পাঠিয়েছে রাজ্য বিজেপি । নোটিশ পাওয়ার কয়েক ঘণ্টা পরই শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তিনি ।

সূত্রের খবর, এদিনের এই বৈঠকে শো-কজ করার পরে আগামী দিনে তাঁর পদক্ষেপ কী হবে সেই বিষয়ে আলোচনা হয় । পাশাপাশি তাঁরা বিজেপি বাঁচাও যে ডাক দিয়েছেন সেই বিষয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি । জয়প্রকাশ মজুমদার বৈঠকের কথা স্বীকার করলেও কী বিষয়ে বৈঠক হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি ।

রাজনৈতিকমহলের মতে, জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তেওয়ারিকে শো-কজ করে বঙ্গ বিজেপি বিক্ষুব্ধ নেতাদের কঠোর মনোভাব দেখিয়েছেন । কিন্তু এই বিষয়টি কোন গুরুত্বই দিচ্ছেন না শান্তনু ঠাকুর। রবিবার দুপুরে গোবরডাঙ্গায় শান্তনু ঠাকুরের অনুগামীদের পিকনিকে জয়প্রকাশ ও রীতেশ তেওয়ারি শো-কজ নিয়ে বলেন, দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁর সঙ্গে বৈঠক করতে চাইলে তিনি করবেন । আগামী দিনে তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত বিক্ষুব্ধরা পার্টি করবেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি তাদেরও শো-কজ করা হবে ? সেটা কি সম্ভব ?

আরও পড়ুন : জয়প্রকাশ-রীতেশের শো-কজে পাল্টা গলা চড়ালেন শান্তনু

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details